নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশের মানুষকে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে স্থানীয় পণ্য ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক খারাপ হওয়ার মধ্যে স্বনির্ভরতার উপর জোর দিয়ে এ আহ্বান জানান মোদি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার থেকে ভারত জুড়ে চালু হতে চলেছে পণ্য ও পরিষেবা করের (জিএসটি) নতুন কাঠামো। তার ঠিক আগের দিন রবিবার বিকেলে জাতির উদ্দেশে ভাষণে এই বার্তা দিলেন মোদি।
রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানিকৃত ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর, মোদি স্বদেশী বা ভারতে তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে আসছেন। তার সমর্থকরা ম্যাকডোনাল্ডস, পেপসিসহ মার্কিন ব্র্যান্ডগুলোকে বয়কট করার জন্য প্রচারণা শুরু করেছে, যেগুলো ভারতে অত্যন্ত জনপ্রিয়।
সোমবার ব্যাপক ভোক্তা কর হ্রাস বাস্তবায়নের আগে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মোদি বলেন, ‘আমরা প্রতিদিন অনেক পণ্য ব্যবহার করি তা বিদেশে তৈরি, আমরা তা জানিও না। আমাদের এগুলো থেকে মুক্তি পেতে হবে।’
মোদি অবশ্য সরাসরি ট্যারিফ বা H-1B ভিসার কথা বলেননি। তবে ক্রেতা হিসেবে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন দেশবাসীকে। ভারতের প্রধানমন্ত্রীর কথায়, আমাদের পকেটের চিরুনিটা দেশে তৈরি হয়েছে নাকি বিদেশে? অনেকেই জানি না। আমাদের সেই জিনিসই কিনতে হবে যা ‘মেড ইন ইন্ডিয়া’। যার সঙ্গে দেশের যুবসমাজের পরিশ্রম মিশে রয়েছে।
সব রাজ্যকেও আত্মনির্ভর ভারত এবং স্বদেশি অভিযানে সক্রিয় ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন মোদি। তার কথায়, উৎপাদন বাড়িয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। দেশ ও রাজ্য একসঙ্গে কাজ করলে আত্মনির্ভর ভারতের স্বপ্নপূরণ সম্ভব।