আর্কাইভ  মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫ ● ৩১ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫
জুলাই স্মরণে ‘রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত ঢাবি

জুলাই স্মরণে ‘রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত ঢাবি

মধ্যরাতের আকাশে ভেসে উঠল ‘জুলাই স্মৃতি’

মধ্যরাতের আকাশে ভেসে উঠল ‘জুলাই স্মৃতি’

চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার

ফিরে দেখা জুলাই বিপ্লব
চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার

জুলাইয়ের দিনগুলি: ১৩ জুলাই

ফিরে দেখা জুলাই বিপ্লব
জুলাইয়ের দিনগুলি: ১৩ জুলাই

ডোমারে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, রাত ১০:১৯

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলার ডোমার উপজেলার ডাকবাংলোতে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং এবং বিনামূল্যে ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার(২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ব্লাড ব্যাংক সংস্থার আয়োজনে প্রায় এগারোশত রোগী বিনামূল্যে ডাক্তার দেখানো, চিকিৎসা পত্র প্রদান, বিনামূল্যে ওষুধ বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করা হয়। এসময় সেবাগ্রহীতা বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি।
ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু রোগের চিকিৎসক ডা. সোহান চৌধুরী, নীলফামারী মেডিকেল কলেজের মেডিকেল অফিসার মেডিসিন, বাত-ব্যাথা রোগের চিকিৎসক ডা. এম এ সুজন, ডোমার পপুলার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার মেডিসিন, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট রোগে অভিজ্ঞ ডা. মো: সালাউদ্দিন ভূঁইয়া, সেবা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গাইনী, মেডিসিন ও আল্ট্রাস্নো অভিজ্ঞ ডা. আরিফা সুলতানা দৃষ্টি। 
ডোমার পৌর বিএনপির ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) পৌর শাখার সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, নীলফামারী জিয়া পরিষদের সভাপতি আবু সাদেক চৌধুরী লুলু, সাধারণ সম্পাদক শহীদ জাহাঙ্গীর আলম স্বপন, পৌর বিএনপির সহ-সভাপতি তমিজ উদ্দিন, সফিক হাসান, যুগ্ন-সম্পাদক মেরাজুল হক, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া সজীব, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক হাসানুল আলম রিমুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, যুগ্ন-আহবায়ক মজিদুল ইসলাম, পৌর ছাত্র দলের আহবায়ক রাহিমুজ্জামান রুপক, ডোমার কলেজ ছাত্র দলের আহবায়ক সামিউল আরেফিন হৃদয়, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ব্লাড ব্যাংকের সমন্বয়ক ইয়াছিন মোহাম্মদ সিথুন। 
আয়োজকরা জানান, এ সেবা কার্যক্রম অব্যাহত ভাবে চালিয়ে যাওয়া হবে। ভবিষ্যতে সেবার মান ও কার্যক্রম আরও বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চলছে। 

মন্তব্য করুন


Link copied