আর্কাইভ  শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫ ● ১৩ পৌষ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫
রংপুরে হারানো দুর্গ উদ্ধারে ৩২ আসনে প্রার্থী দিলো জাপা

রংপুরে হারানো দুর্গ উদ্ধারে ৩২ আসনে প্রার্থী দিলো জাপা

৩০০ আসনে ৩৪৮ দাবি; আসন সমঝোতা নিয়ে জটিলতায় জামায়াত

৩০০ আসনে ৩৪৮ দাবি; আসন সমঝোতা নিয়ে জটিলতায় জামায়াত

কেন জামায়াতের দিকে ঝুঁকছে এনসিপি?

কেন জামায়াতের দিকে ঝুঁকছে এনসিপি?

মনোনয়নপত্র তুললেন  হেভিওয়েটরা প্রার্থীরা

মনোনয়নপত্র তুললেন হেভিওয়েটরা প্রার্থীরা

ডোমারে বিএনপির গাড়ীবহরে হামলা ও অগ্নিসংযোগ ঘটনায় সাবেক এমপি সহ ৩১ জনের নামে মামলা

রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, রাত ০৮:৩৭

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনা কালিন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপির ধানের শীষের প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের গাড়ি বহরের সমর্থকদের উপর হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ ও মারধোরের ঘটনায় ওই আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারসহ ৩১ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০/৩০০ জনের নামে মামলা হয়েছে। 
রবিবার(২৯ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫ মামলাটি দাখিল করেন ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম। আদালত মামলাটি ডোমার থানায় এফআইআর করার নির্দেশ দিয়েছেন। মামলায় ডোমার উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও সরকার ফারহানা আকতার সুমি, ডোমার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন সহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়।
মামলায় বাদী বলেন, আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন তার আগুন খাওয়া বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে চিলাহাটিতে নির্বাচনী জনসভায় যাওয়ার পথে বেতগাড়া ধনচনপুর বাজার অতিক্রম করার সময় বিএনপির সমর্থকদের গাড়ীর বহরে হামলা চালায়। হামলাকারীরা ২২ লঅখ টাকা মূল্যের একটি প্রাইভেট কার আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ছাড়া ৩টি মাইক্রোবাস, ২২টি মোটরসাইকেল ভাংচুর করে ৩৩ লাখ সহ মোট ৫৫ লাখ টাকা ক্ষতিসাধন করেছে। এ সময় মামলার বাদী সহ প্রায়শতাধিক বিএনপির সমর্থক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। ওই আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বাদী মামলা করার চেস্টা চালিয়ে ব্যর্থ হয়। তাই বাদী বর্তমান পরিস্থিতিতে এই মামলা দায়ের করেছেন। 
বাদীর আইনজীবী এ্যাডঃ আসাদুজ্জামান খান রিনো সাংবাদিকদের জানান, বাদীর মামলাটি আদালত গ্রহন করে ডোমার থানার ওসিকে এফআইআর করার আদেশ দেন।

মন্তব্য করুন


Link copied