আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

ঢাকা-১৭ আসনে প্রার্থী নি‌য়ে রওশন-কা‌দের মু‌খোমু‌খি

বুধবার, ১৪ জুন ২০২৩, রাত ১১:০৫

Advertisement Advertisement

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের প্রার্থী ম‌নোনয়ন দেওয়া নি‌য়ে নতুন ক‌রে দ্ব‌ন্দ্বে জ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছেন দ‌লের কো চেয়ারম‌্যান ও বি‌রোধী দ‌লের নেতা বেগম রওশন এরশাদ এবং দল‌টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দের। 

এক আস‌নে দুজনই আলাদা প্রার্থী ম‌নোনয়ন দেওয়াকে কেন্দ্র ক‌রেই মূলত দ্ব‌ন্দ্বের সূত্রপাত। দুজনই এ বিষয়‌টি নি‌য়ে সি‌রিয়াস। কেউ কাউ‌কে ছাড় দি‌তে নারাজ। দলীয় চেয়ারম‌্যান হি‌সে‌বে নি‌জের প্রার্থী‌র ম‌নোনয়ন চূড়ান্ত কর‌তে চান জিএম কা‌দের। ঠিক তেম‌নি আদাল‌তের রা‌য়ে দল‌টির অন‌্যতম প্রতিষ্ঠাতা হি‌সে‌বে রওশন এরশাদও চান তার প্রার্থীই লাঙল নি‌য়ে নির্বাচ‌নে থাকুক। 

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের জাতীয় পা‌র্টির পক্ষ থে‌কে আলাদা প্রার্থী ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং বিরোধী দলের নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

রওশন এরশাদ মনোনয়ন দেন জাপা থেকে অব্যাহতি পাওয়া দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদকে। অপরদিকে জিএম কাদের দলের প্রার্থী মনোনয়ন দেন মেজর (অব.) সিকদার আনিছুর রহমানকে। দলের বনানী চেয়ারম্যান কার্যালয়ে মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জিএম কাদের।

বুধবার (১৪ জুন) রওশন এরশাদ ম‌নোনীত প্রার্থী  কাজী মামুনুর রশীদ নির্বাচন ক‌মিশ‌নে ম‌নোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের রিট পিটিশনে লাঙ্গল প্রতীকের ১১৫৩/২০০০ সালের মামলার রায়ের কপিও ছিল। এছাড়া ছিল ২০১৯ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে অনুমোদিত ও তৎকালীন মহাসচিবের সই করা দলীয় গঠনতন্ত্রের প্রথম মুদ্রণ কপি।

সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার নেতৃত্বে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলনসহ সিনিয়র নেতারা।

এ বিষ‌য়ে জিএম কা‌‌দেরপন্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা বলেন, ‘রওশন এরশাদ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক। তিনি মনোনয়ন দিতে পারেন না। গঠনতন্ত্র অনুযায়ী গোলাম মোহাম্মদ কাদের দলের সর্বময় ক্ষমতার অধিকারী। পার্টির চেয়ারম্যান যদি দীর্ঘদিনের জন্য অসুস্থ থাকেন, অথবা দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে মহাসচিব চেয়ারম্যানের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন।’

রওশনপন্থী নেতা দল‌টির স‌ম্মেলন ক‌মি‌টির যুগ্ম আহ্বায়ক ইকবাল হো‌সেন রাজু ব‌লেন, ‘জিএম কা‌দের সা‌হেব এ পর্যন্ত  বি‌ভিন্ন নির্বাচনে যতজন‌কে প্রার্থী ম‌নোনয়ন দি‌য়ে‌ছেন তারা ভা‌লো কর‌তে পা‌রেন‌নি। দ‌লের স্বা‌র্থে আমা‌দের প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদ ঢাকা-১৭ আস‌নে যোগ‌্য একজন‌কে প্রার্থী দি‌য়ে‌ছেন। যি‌নি অন‌্যদলগু‌লোর সা‌থে  প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌তে পা‌রবেন। দ‌লের স্বা‌র্থে জিএম কা‌দের সা‌হে‌বের উ‌চিত তা‌কে মে‌নে নেওয়া।’

মন্তব্য করুন


Link copied