আর্কাইভ  সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫ ● ৩ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
শেখ হাসিনাসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ

শেখ হাসিনাসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি

শেখ হাসিনার রায়ে স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি ফখরুলের

শেখ হাসিনার রায়ে স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি ফখরুলের

ট্রাইব্যুনালে যে রায়ই হোক, কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাইব্যুনালে যে রায়ই হোক, কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তরুণরাই দেশের পরিবর্তনের মূল চালিকা শক্তি- মাহফুজ-উন-নবী ডন

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, বিকাল ০৬:১২

Advertisement

মমিনুল ইসলাম রিপন: রংপুর সিটির বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” প্রতিপাদ্যকে সামনে রেখে ‘তারুণ্যের চোখে রংপুর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় নগরীর ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরী মাঠে প্রাণবন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির রংপুর মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণরাই দেশের পরিবর্তনের মূল চালিকা শক্তি। আধুনিক সমাজে চিন্তা ও জীবনধারার পরিবর্তনই উন্নত ভবিষ্যতের পথ খুলে দেয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন—“ভবিষ্যতে আপনারা কী করতে চান? রংপুরকে নিয়ে আপনাদের পরিকল্পনা কী?” তিনি জানান, তরুণদের মতামত আগামী দিনের রংপুরকে আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর নগরীতে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
তিনি আরও বলেন, অংশগ্রহণকারীদের জমা দেওয়া তিনটি সেরা মতামত থেকে সেরা বক্তা নির্বাচন করা হবে এবং রংপুরের ভবিষ্যৎ উন্নয়নের জন্য প্রস্তাবিত সেরা তিনটি ধারণা শহরের তিনটি স্থানে স্থাপন করা হবে। 
 
মাহফুজ-উন-নবী ডন রংপুরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য স্বাস্থ্যে আঞ্চলিক হেলথ সেন্টার গঠন, মেডিকেল কলেজ ও হাসপাতাল উন্নয়ন, কমিউনিটি হেলথ নেটওয়ার্ক গড়ে তোলা এবং একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল নির্মাণের গুরুত্ব তুলে ধরেন।
 
ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে ইনডোর স্টেডিয়াম, যুব কেন্দ্র, সৃজনশীল কার্যকলাপ বিকাশ এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব করেন তিনি।
 
কৃষি আধুনিকায়নে আইওটি সেন্সরভিত্তিক স্মার্ট ফার্মিং, অ্যাগ্রো-প্রসেসিং ও কোল্ড চেইন উন্নয়ন, কৃষক কার্ড সুবিধা সম্প্রসারণ, ড্রোন মনিটরিং এবং তরুণ উদ্যোক্তাদের কৃষিতে যুক্ত করার প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করেন।
 
শিক্ষা খাতে ডিজিটাল ল্যাব, ইনোভেশন হাব, রোবটিক্স ল্যাব ও আধুনিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে রংপুরকে স্মার্ট সিটির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
 
তিনি আরও বলেন, রংপুরের সার্বিক উন্নয়নে শিক্ষিত, সৎ এবং দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে তরুণদের দায়িত্বশীল ভোটই সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতের রংপুরকে ঢেলে সাজানোর জন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র ইন্সপেক্টর মিজানুর রহমান, কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জান্নাতুল ফেরদৌস, অবসরপ্রাপ্ত পরিকল্পনা কর্মকর্তা ড. নিখিলেন্দ শংকর গুহ রায়, রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, বিশিষ্ট সংগীতশিল্পী অজয় নাথ প্রমুখ।

মন্তব্য করুন


Link copied