নিউজ ডেস্ক: জাতীয় পার্টি’র মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, তিন চার মাস ধরে জাতীয় পাটিকে বাধা দেওয়া হচ্ছে। যতই বাধা আসে পরেরবার আমরা বেশী লোক নিয়ে আসি। উত্তরবঙ্গ অচল করার ক্ষমতা আমাদের আছে। তিনি বলেন, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল।
শুক্রবার (১৪ নভেম্বর) দিনাজপুরে জাতীয় পার্টি’র দলীয় কার্যালয়ের সামনে পথ সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। যদি না নেয় আরেকবার ৯১ হবে। জাতীয় পার্টি ডিসি অফিসে লাথি মেরেছে, ডিসির কলার ধরেছে। আমরা কাউকে পরোয়া করিনা। আমরা রাজনীতি করি, জেল জুলুমের জন্য প্রস্তুত। শান্তিপূর্ণ দল জাতীয় পার্টি। কিছু ছোট দল আমাদেরকে দোসর বলে। কারণ জাতীয় পার্টি ভোট করলে তাদের ভোটের হিসাব থাকবেনা।
তিনি বলেন, দোসর বলে জাতীয় পার্টি ৪০ বছরের পুরাতন রাজনৈতিক দল। আমরা ৯টা ভোট করেছি। ভালো ফল করেছি। তাই অনেকে ভোটের মাঠ রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। জাতীয় পার্টি ভোটের সময় গজিয়ে উঠা দল নয়। জাতীয় পার্টি সরকারে ছিল বিরোধী দলেও ছিল।
জাতীয় পার্টি আবারও ক্ষমতায় আসবে উল্লেখ করে তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে ছাড়া কোনও সুষ্ঠু নির্বাচন হবে না। জাতীয় পার্টিকে বাদ দিয়ে জোর করে ভোট করা হলে সে ভোট নিকৃষ্ট ভোট হবে। সংশ্লিষ্টরা শপথ ভঙ্গের জন্য দায়ী হবেন। সেই সরকার টিকবেনা। সেই সরকারের পতন হবে। দেশে বারবার গণ বিপ্লব হবে। বিপ্লব থেকে বাঁচতে জাতীয় পার্টিকে ভোটে অংশ গ্রহণের আবহান জানিয়েছেন তিনি।
এ সময় তিনি বহুত্ববাদের বাংলাদেশ গড়তে সকলে নিয়ে ফ্রি ফেয়ার ইলেকশনের দাবি জানিয়েছেন।