আর্কাইভ  মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫ ● ১৩ কার্তিক ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫
২০৩০ সাল নাগাদ দেশে কাজ হারাবে ৫৯ লাখ মানুষ

২০৩০ সাল নাগাদ দেশে কাজ হারাবে ৫৯ লাখ মানুষ

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২

নাফিসা কামালের অরবিটালসসহ ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা

নাফিসা কামালের অরবিটালসসহ ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা

তরুণ ভোটাররাই ভরসা ট্রাম্পের?

মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, রাত ০৮:২৬

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী বলেছেন, আমেরিকার তরুণ জনগোষ্ঠী ক্রমবর্ধমান হারে ডোনাল্প ট্রাম্পের দিকে ঝুঁকেছেন। এই জনগোষ্ঠীর ভোট এবারের নির্বাচনে ব্যাপক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন তিনি।

 

মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে। ২৪ কোটি ২০ লাখের বেশি মানুষ এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন। নির্বাচনের আগে বিভিন্ন গণমাধ্যম ও প্রতিষ্ঠানের করা জনমত জরিপে যুক্তরাষ্ট্রের ৪৭তম এই প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট দলীয় কমালা হ্যারিসের মাঝে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে।

ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী রামস্বামী বলেছেন, ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটিক পার্টিকে ভোট দেওয়া বিভিন্ন জনগোষ্ঠীর লোকজন এবারে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বেশি নজরে পড়েছেন। বিশেষ করে কৃষ্ণাঙ্গ, হিস্পানিক এবং জেন-জি প্রজন্মের তরুণদের বেশি আগ্রহ দেখা গেছে।

 

তিনি বলেন, তরুণ প্রজন্ম বিদেশি সংঘাত থেকে দূরে ও তৃতীয় বিশ্বযুদ্ধ এড়িয়ে থাকতে চায়। এই প্রজন্মের সদস্যরা মার্কিন অর্থনীতির সম্প্রসারণ ও আবাসন খরচ হ্রাস করতে চায়। এসব ইস্যু তরুণ আমেরিকানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রামস্বামী বলেন, আমাকে যদি দুটি সংকটের সমাধান করতে বলা হয়, তাহলে আমি বিদেশি যুদ্ধ ও এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার অবসান ঘটাতাম। কারণ এই যুদ্ধ ও তার প্রভাব আমাদের তরুণ প্রজন্মের কাঁধে পড়বে।

 
 

তিনি বলেন, জীবনযাপনের ক্রমবর্ধমান ব্যয়কে সমন্বিত করতে হবে। আমরা গত কয়েক বছর ধরে যা দেখেছি এবং এটা কঠিন সত্য যে, সবকিছুর দাম বেড়েছে। কিন্তু মজুরি বাড়েনি। 

এবারের নির্বাচনে হেরে গেলে ট্রাম্প সেটি মেনে নেবেন কি না, জানতে চাইলে রামস্বামী বলেন, ‘‘যিনি জিতবেন, তিনি নির্বাচন মেনে নেবেন। আর যিনি হারবেন, তাকেও হার মেনে নিতে হবে।’’

মন্তব্য করুন


Link copied