আর্কাইভ  শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ● ১২ শ্রাবণ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২৭ জুলাই ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রোববার থেকে নতুন সময়ে চলবে অফিস       নাশকতার আগে এক লাখ সিম যুক্ত হয় ঢাকার নেটওয়ার্কে       রংপুরে ১২ মামলায় গ্রেপ্তার ১৭৫       আহতরা যেই দলেরই হোক, চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী       ২৭শে জুলাই রংপুর বিভাগের আট জেলায় কারফিউ শিথিল      

 width=
 

দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: আগুনে ভস্মীভূত চারটি যানবাহন

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, সকাল ০৭:২১

শাহ্ আলম শাহী, দিনাজপুর: দিনাজপুরের দশমাইলে অগ্নিকান্ডে একটি ফিলিং স্টেশনে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ফিলিং স্টেশনের আগুনে পুড়ে গেছে চারটি যানবাহন।

আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ ৪ জন আহত হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। 

বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইলস্থ আরিফ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

কাহারোল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

আব্দুল খালেদ জানান,ফায়ার সার্ভিস তেলের লরি থেকে পাম্পের রিজার্ভ ট্যাংকে পেট্রোল নামানোর সময় আগুন লাগে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। আগুন লাগার খবর পাওয়ার পর কাহারোল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে ৮টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে দিনাজপুর ও বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট যৌথভাবে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, পেট্রোল পাম্পে আগুন নেভাতে যেতে দেরি হওয়ার কারনে কাহারোল ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় ফায়ার সার্ভিসের দুই সদস্যসিহ ৪ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্থ হয়েছে পানিবাহী একটি ট্রাক। হামলায় ইন্সপেক্টর রেজাউল করিম ও গাড়ি চালক মোতালেব হোসেন আহত হওয়ায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, 'রাত সোয়া ৮টার দিকে আরিফ ফিলিং স্টেশনে একটি লরি থেকে তেল নামানো হচ্ছিল। এ সময় আগুন ধরে যায়। এতে স্টেশনের সামনে পার্কিং করে রাখা দুটি ট্রাক, তেলবাহী লরি ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সদস্যরা সেখানে পৌঁছান। তারা রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে দেরি করে আসায় বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ ৪ জন আহত হন।'

এবিষয়ে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান,'দিনাজপুর সদর, কাহারোল, বীরগঞ্জ ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আগুনে এক ব্যক্তির হাত ও চারটি যানবাহন পুড়ে গেছে। এরপরই দেরি করে আসার অভিযোগ তুলে ফায়ার সার্ভিসের ওপর হামলা চালায় কয়েকজন ব্যক্তি। এতে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হন। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশন এর সহকারি পরিচালক আমিরুল ইসলাম জানান, 'রাত ৮ টা ২০ মিনিটে আরিফ পেট্রল পাম্পে আগুন লাগে। খবর পেয়ে রাত ৮ টা ৪৫ মিনিটে জেলা স্টেশনসহ কাহারোল ও বীরগঞ্জ স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৯ টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এ সময় উশৃংখল জনতা কাহারোল ফায়ার সার্ভিস স্টেশনে গাড়ি ভাঙচুর করে। এসময় স্থানীয়দের ছোড়া পাথরের আঘাতে ফায়ার সার্ভিস এর দুজন কর্মী আহত হয়েছে।'

পাম্প মালিক মোঃ আসাদুজ্জামান জানান,'অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তেলসহ একটি ট্যাংকলরী, ২টি ট্রাক ও একটি মোটর সাইকেল ভস্মীভূত হয়েছে।'

মন্তব্য করুন


 

Link copied