আর্কাইভ  সোমবার ● ১৩ জানুয়ারী ২০২৫ ● ৩০ পৌষ ১৪৩১
আর্কাইভ   সোমবার ● ১৩ জানুয়ারী ২০২৫
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: জুলাই-আগস্টে গণহত্যা: প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড       “জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলেছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না”       রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ       নীলফামারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ- নিহত ২       বছরের প্রথম ১১ দিনে এলো ৮৮৩৯ কোটি টাকার রেমিট্যান্স      

 

দিনাজপুরে বাসে আবারো আগুন ! 

মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, দুপুর ০৩:১৭

শাহ্  আলম শাহী, দিনাজপুর: দিনাজপুরে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা যাত্রীবিহীন একটি বাসে আবারো আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও বাসের বেশ কিছু অংশ পুড়ে গেছে।
সোমবার (৪ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।  

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্ক করে রাখা এইচ.এ.প্লাস পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৫-৩৪২৬) নামে একটি বাসে কে বা কারা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে  ছুঁটে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরাআগুন নেভাতে সক্ষম হয়।'

 ক্ষতিগ্রস্ত বাসের সহকারী অমল বিশ্বাস জানান, 'বাসটি টার্মিনালে রাখা ছিল। বাসের দরজা জানালা বন্ধ করে রাত আনুমানিক দেড়টার দিকে গাড়ি পরিষ্কার করে খাওয়ার জন্য হাইওয়ে হোটেলে চলে যাই। পরে বাসে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসেছি।'

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, 'খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ছুটে যায়। প্রাথমিক তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা হচ্ছে।'

প্রসঙ্গত:, গত রবিবার (৩ ডিসেম্বর) রাতেও খড় বোঝাই ট্রাকে আগুন দেয় দূর্বৃত্তরা। এছাড়াও ২৭ নভেম্বর জেলার কাহারোল উপজেলার মোহাম্মদপুর এলাকায় এক‌টি এবং গত শ‌নিবার (২ ডিসেম্বর)  দিবাগত রাতে একই উপ‌জেলার রামপুর ভাদগাও সেতু সংলগ্ন এলাকায়এক‌টি ধান বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

অন্যদিকে চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে   ১৩ নভেম্বর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অদূরে একটি ভুট্টা বজায় ট্রাকে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা।

মন্তব্য করুন


 

Link copied