আর্কাইভ  সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫ ● ১০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

প্লট বরাদ্দে দুর্নীতি
হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রজবকে গ্রেপ্তার করেছে র‌্যাব

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ০৭:১৩

Advertisement

শাহ্ আলম শাহী, দিনাজপুর: দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজবকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল হত্যা মামলার আসামী আবু ইবনে রজবকে সোমবার  বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর র‌্যাব-১৩ সিপিসি ১ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মেহেদী হাসান। আবু ইবনে রজব দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। গত ৫ আগস্ট সরকার পতনের থেকে তিনি আত্মগোপনে ছিলেন। 

র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় গত ১৯ আগস্ট দিনাজপুর কোতয়ালি থানায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও তাঁর ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়। আবু ইবনে রজব সেই মামলার এজাহারভুক্ত আসামি। 

র‌্যাব-১৩ সিপিসি ১ কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামি আবু ইবনে রজব ৫ আগস্টের পরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দিনাজপুরের বীরগঞ্জ শহরের সুজালপুর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।  

মঙ্গলবার  বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর হয়েছে। রজব বীরগঞ্জে তার শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন।

মন্তব্য করুন


Link copied