আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

দেশের মাটিতে ‘আয়না ঘর’র মতো কোনো বস্তু যেন আর তৈরি না হয়: শামা ওবায়েদ

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, রাত ১১:০৬

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, শেখ হাসিনার ‘আয়না ঘর’ থেকে অনেক নেতাকর্মী এখনও ফেরত আসতে পারেননি। দেশের মাটিতে যেন আয়না ঘরের মতো কোনো বস্তু আর কখনও তৈরি না হয়—সেই অঙ্গীকার নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির আয়োজনে এবং উপজেলা যুবদলের বাস্তবায়নে সালথা বাইপাস সড়কে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।  

সভাটি বিএনপির ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে অনুষ্ঠিত হয়।

শামা ওবায়েদ বলেন, গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ রাস্তায় নেমে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ছোট ছোট শিশুদের পর্যন্ত হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে শেখ হাসিনার নির্দেশে। এখনও বহু পরিবার তাদের প্রিয়জন হারিয়ে কাঁদছে।

তিনি বলেন, এই জুলাই-আগস্ট মাসে হাজার হাজার নেতাকর্মী আন্দোলনে অংশ নিয়েছেন। অনেকে খুন হয়েছেন, গুম হয়েছেন, মিথ্যা মামলায় জেল খেটেছেন। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। অনেক নারী তার স্বামীকে হারিয়েছেন। আমাদের ছোট ভাইবোনেরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। তারা রাস্তায় নেমেছিল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, কথা বলার অধিকার ফিরিয়ে আনতে।

শামা ওবায়েদ ইসলাম রিংকু আরও বলেন, গত ১৫ বছরে বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অনেক নেতাকর্মী খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই এখনও জেলে। দিনকে দিন দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। শেখ হাসিনার আয়না ঘরের মতো গোপন নির্যাতন কেন্দ্র থেকে অনেকেই এখনও ফিরে আসেনি।

পথসভা শেষে একটি বিজয় র‍্যালি বের করা হয়, যা সালথা বাইপাস থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

পথসভা ও বিজয় র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আছাদুজ্জামান আছাদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফরিদুর রহমান, মো. শাহিন মাতুব্বর, হুমায়ুন খান, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান লিটন, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল ইসলাম প্রমুখ। এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী অংশ নেন।

মন্তব্য করুন


Link copied