আর্কাইভ  শনিবার ● ১৮ জানুয়ারী ২০২৫ ● ৫ মাঘ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ১৮ জানুয়ারী ২০২৫
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: আজহারীর তাফসির মাহফিল শনিবার, একদিন আগেই উপস্থিত ফেসবুক ও ইউটিউবার ভক্তরা       ট্রাম্পের শপথে আমন্ত্রণ পেলেন শি জিনপিং, পাননি মোদি!       ‘দু-একদিনের মধ্যেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত’       ‘সব নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে’ বেগমপাড়া তৈরির রাজনীতি দেশের মানুষ চায় না : চরমোনাই পীর       কলরেট ও ইন্টারনেট নিয়ে সুখবর      

 

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়; শীতে কাতর মানুষ

বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২, দুপুর ১১:৩৩

পঞ্চগড়: ঘন কুয়াশা আর কনকনে শীতে গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে তাপমাত্রা আরও ১ ডিগ্রি কমেছে। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে তেঁতুলিয়ায়। কনকনে শীতে কাতর হয়ে পড়েছেন উত্তরের জেলাগুলোর সাধারণ মানুষ।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সবর্নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এর আগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্য নিশ্চিত করেছেন। গত কয়েকদিন থেকে পঞ্চগড়ে তাপমাত্রা উঠা-নামা করছে বলেও জানিয়েছেন তিনি।

আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আর বুধবার (২৮ ডিসেম্বর) তা আরও কমে সকালে ৯ দশমিক ২ ডিগ্রির ঘরে নেমে আমে।

এতে করে গত কয়েকদিনের টানা তীব্র শীতে দূর্ভোগে পড়েছে জেলার নিম্ন ও খেটে খাওয়া মানুষজন। সব থেকে বেশি বিপাকে পড়েছেন তেঁতুলিয়া উপজেলার মানুষ। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছেন তারা। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যেতে দেখা গেছে গোটা পঞ্চগড় জেলা।

ঘন কুয়াশার কারণে জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে দিনের বেলাতেও ভারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এছাড়া বুধবার বেলা ১১টা পর্যন্ত জেলায় সূর্যের দেখা মিলে নি।

মন্তব্য করুন


 

Link copied