ডেস্ক: ঘূর্ণিঝড় ‘আসানি’র প্রলয় বিগ্রহ গতকাল রাত থেকে দুর্বল হতে শুরু করেছে। এটি দ্রুতগতিতে চেন্নাইয়ের দিকে ধাবিত হচ্ছে। গতকাল রাত ৯টায় ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তমের প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বিজায়ওয়াড়া উপকূলের কাছে পৌঁছে।
জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার বলছে, ‘আসানি’ স্থলভাগে ওঠার আগেই বাঁক খেয়ে ফের সাগরে নেমে এসে শক্তি হারাবে। প্রবল ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে রূপ পরিগ্রহ করে সাগরে নেমে আসতে পারে।বৃষ্টি ঝরিয়ে ক্রমশ আরো দুর্বল হতে হতে নিম্নচাপে পরিণত হবে। আজ রাতেই শক্তি ক্ষয় করে আসানি রূপ নেবে নিম্নচাপে। এরপর ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়বে। তবে এর প্রভাবে আগামী তিন দিন সারা দেশে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে হালকা থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদগণ। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণ হচ্ছে। এছাড়া রাজধানীসহ দেশের অন্যান্য স্হানেও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হচ্ছে। ঢাকায় গতকাল বিকাল ৩টা পর্যন্ত ১৩ মিলিমিটার বর্ষণ হয়। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয় পটুয়াখালীর খেপুপাড়ায়।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, আগামী ১৩ মে থেকে বৃষ্টিপাত কমে যাবে।সাগর বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ঘূর্ণিঝড় আসানি গতকাল মঙ্গলবার বেলা ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
এদিকে আজ দেশের উপকূলীয় তিন বিভাগে (খুলনা, বরিশাল ও চট্টগ্রাম) অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় এই তিন বিভাগে আগামী তিন দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্হার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্হা এসকাপ।এ অঞ্চলের ১৩টি দেশের দেওয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়।আসানি নামটি প্রস্তাব করেছিল শ্রীলঙ্কা। সিংহলা ভাষায় এর অর্থ ক্রোধ।