স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী সদর উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সহায়তা প্রদান করেছে সদর উপজেলা পরিষদ। বৃহস্পতিবার(১৩ জুলাই) বিকেল পাঁচটার দিকে পাঁচ হাজার করে টাকা, শুকনা খাবার ও দুইটি করে কম্বল প্রদান করা হয়।
সদর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের নতিবাড়ি গ্রামে উপস্থিত থেকে পরিবার দুটির মাঝে সহয়তা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন চওড়াবড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের বিটুসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের বিটু জানান, বুধবার(১২ জুলাই) রাতে ইউনিয়নের নতিবাড়ি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয় সাবিনা বেওয়া (৫৫) ও আবুল বাতেনের (৬৭) পরিবার। বিষয়টি অবহিত করা হলে উপজেলা পরিষদের পক্ষে এসব সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান।