আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

নীলফামারীতে আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুর অগ্নিসংযোগের পৃথক দুই মামলা দায়ের

সোমবার, ২৬ আগস্ট ২০২৪, বিকাল ০৭:২৯

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥  ৯২ জন নামীয় সহ অজ্ঞাত দুইশতজন আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে নীলফামারীতে পৃথক দুই মামলা হয়েছে। রবিবার(২৫ আগষ্ট) রাতে সদর থানায় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পৃথক মামলা দুইটি দায়ের করেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও তার ভাই ছোট এ.কে.এম বদিউল আলম সরকার।
সোমবার(২৬ আগষ্ট) সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই দুই মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. মাহাবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন, সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ। 
দুই মামলার মধ্যে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার নামীয় ৫১ জনকে এবং তার ভাই ছোট এ.কে.এম বদিউল আলম সরকার নামীয় ৪১ জনকে আসামী করেছেন। এছাড়াও মামলা দুটিতে অজ্ঞাত ৩৫০ জনকে আসামি করা হয়। 
জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার অভিযোগ করেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের মতো নীলফামারীতে ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল বের করে। এসময় মামলার নামীয় ৫১জনসহ ১৫০ থেকে ২০০ ব্যক্তি শহরের বিভিন্ন স্থানে মিছিলে হামলা চালায়। এরপর বিকাল পৌনে চারটার দিকে উল্লেখিত ব্যক্তিরা তার বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
অপরদিকে তার ভাই এ.কে.এম বদিউল আলম সরকার অভিযোগ করেন, একই দিন বেলা তিনটার দিকে আসামীরা তার দোকানের সার্টার ভেঙ্গে ১৬লাখ টাকার ক্রীড়া সামগ্রী লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান ২০ লাখ বলে দাবি করেন। 

মন্তব্য করুন


Link copied