স্টাফরিপোর্টার,নীলফামারী॥ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাবার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় নীলফামারীর কিশোরীগঞ্জের দুই যুবক নিহত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকাল ৫ টার দিকে তিস্তা ব্যারাজ এলাকার পাশে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ (২৬) ও একই এলাকার আরাফ আলীর ছেলে ফাহিম(২৫)। আহত অপর মটরসাইকেল চালক সোহাগ ইসলাম শাহিন (২৭) বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওই এলাকায় তিস্তা ব্যারাজ পাশে তিস্তা দোয়ানী ব্রিজ এলাকা থেকে বড়খাতা গামী মটরসাইকেলের সাথে অপরদিক থেকে আসা আরেকটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে একটি মটরসাইকেল পাশে থাকা গাছে সজোরে আঘাত করলে তাদের মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী ওই দুইজনের মৃত্যু হয়। আহত হয় অপর মটরসাইকেল চালক। স্থানীয়রা আহতকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই মশিউর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। হাতিবান্ধা ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।