আর্কাইভ  মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫ ● ৬ কার্তিক ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫
লালমনিরহাটের নয়টি ইউনিয়নের ৫৬ ইউপি সদস্যের আ'লীগ-জাপা থেকে গণপদত্যাগ

লালমনিরহাটের নয়টি ইউনিয়নের ৫৬ ইউপি সদস্যের আ'লীগ-জাপা থেকে গণপদত্যাগ

রংপুরের পীরগঞ্জে টাকা না দেওয়ায় দাদিকে জবাই করে হত্যার ঘটনায় নাতি গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে টাকা না দেওয়ায় দাদিকে জবাই করে হত্যার ঘটনায় নাতি গ্রেফতার

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট বন্ধ ঘোষণা

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট বন্ধ ঘোষণা

রংপুরে টেকসই নগর উন্নয়ন পরিকল্পনা  প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে টেকসই নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীতে উন্নয়ন ভাবনা বিষয়ক সভা

সোমবার, ২৮ নভেম্বর ২০২২, বিকাল ০৭:৫৩

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সুধি সমাজের প্রতিনিধি সাথে “উন্নয়ন ভাবনা” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলতায়নে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের কমিশনার মো. সাবিরুল ইসলাম। 
দুই ঘন্টাব্যাপী চলা সভায় নীলফামারী জেলার উন্নয়নে চিলাহাটি স্থলবন্দরে কার্যক্রম দ্রুত চালু এবং ভারত বাংলাদেশের মধ্যে মানুষ চলাচলের জন্য ইমিগ্রেশন কেন্দ্র স্থাপন, চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ি সংযুক্ত হওয়া রেলপথ দিয়ে নিউজলপাইগুড়ি-ঢাকা মিতালী এক্সপ্রেস আন্তদেশীয় ট্রেনে চিলাহাটি স্টেশন থেকে ওই ট্রেনে যাত্রী বহনের ব্যবস্থা, উত্তরা ইপিজেডে কন্টেনার ডিপো, আইসিটি পার্ক, মেডিক্যাল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মানের দাবি জানালেন জেলার বিশিষ্টজনেরা।
শেষে প্রধান অতিথি রংপুর বিভাগের কমিশনার মো. সাবিরুল ইসলাম জেলার উন্নয়ন সম্ভাবনাগুলো বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহনে আশ্বাস প্রদান করেন।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাহারুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত ২৩ আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কান্তিভূষণ কুন্ডু, সাবেক সংসদ সদস্য এনকে আলম চৌধুরী, নীলফামারী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবি, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, কিশোরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বারি পাইলট প্রমুখ। 
দুই ঘন্টাব্যাপী চলা সভায় সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সুধি সমাজের প্রতিনিধিসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। 

মন্তব্য করুন


Link copied