স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বিকাশের টাকার গড়মিলে ক্ষিপ্ত হয়ে মা আরজিনা বেগমকে(৪০) মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের মধ্যরাজিব গ্রামের এ ঘটনায় ছেলে সবুজ মিয়া (১৮) গা-ঢাকা দিয়েছে। নিহত আরজিনা বেগম ওই গ্রামের সামছুল কবিরাজের স্ত্রী।
বুধবার (২৮ জুন) ইউপি চেয়ারম্যান হোসেন সহিদ সোহরাওয়ার্দী জানায়, নিহত আরজিনা বেগমের এক ছেলে এক মেয়ে । কিছুদিন আগে মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে সবুজ মিয়া ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকুরী করে। পবিত্র ঈদুল আযহার ছুটিতে ছেলে সবুজ মিয়া বাড়িতে আসার আগে তাঁর বেতনের টাকা মায়ের বিকাশ নম্বরে পাঠিয়ে দেন। মঙ্গলবার(২৭ ঁংন) ছেলে বাড়িতে এসে বিকাশে পাঠানো টাকার হিসাব চাইলে গড়মিল পায়। এসময় উত্তেজিত হয়ে ভারি লোহার বস্তু দিয়ে মায়ের মাথায় আঘাত করলে মা আরজিনা বেগম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নেয়। তার অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টায় আরজিনা বেগমের মৃত্যু হয়। মৃত্যুর খবরে ছেলে পালিয়ে যায়।
কিশোরীগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় বলেন, ঘটনাটি জেনেছি। লাশ রংপুর মেডিকেলে ময়না তদন্ত শেষে আনা হবে। এ ব্যাপারে এখনও পরিবারের পক্ষে লিখিত অভিযোগ থানায় দেয়নি কেউ।