স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. তাজমুল হাসান সাগর এবং সেক্রেটারি হয়েছেন রেজাউল করিম।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলার জলঢাকা উপজেলার ‘আল-ফালাহ’ মিলনায়তনে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে জেলা সভাপতি নির্বাচিত করা হয়। এসময় নীলফামারী জেলা শিবিরের সকল সাথী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির বিতর্ক বিষয়ক সম্পাদক ও রংপুর অঞ্চলের কেয়ারটেকার হাফেজ মিজবাউল করিম। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. অপিয়ার রহমান, আহমেদ রায়হান প্রমুখ।