স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার(১৫ আগষ্ট) সকাল নয়টার দিকে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, নীলফামারী প্রেসকাব, জেলা আহনজীবী সমিতি, আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার পুষ্পমাল্য অর্পণ করেন এসময়। দিবসটিতে জেলা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা আওয়ামী লীগ পুষ্পমাল্য অর্পণ শেষে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি শোক র্যালি নিয়ে সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ। দুপুরে জোড় দরগা এতিমখানায় দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণের আয়োজন করে পৌর আওয়ামী লীগ।