স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ব্যবসায়ীর হারানো দুই লাখ টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে নীলফামারী থানা পলিশ। মঙ্গলবার(৯ মে) দুপুরে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম তার অফিসে ওই ব্যবসায়ীর হাতে দুই লাখ টাকা ফিরিয়ে দেন। এ ঘটনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে পুলিশ। এ ঘটনায় ব্যবসায়ী মহলে ভূয়সী প্রশংসার কথা বলা হয়েছে।
জানা যায়, নীলফামারী জেলা শহরের সবুজপাড়ার গোপাল চন্দ্র সরকারের ছেলে ব্যবসায়ী অনিক সরকার গত সোমবার সন্ধ্যায় ব্যবসার দুই লাখ একটি ব্যাগে ভরে সৈয়দপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। জেলা শহরের কালিতলা তিস্তা ক্যানেলের পাকা সড়ক দিয়ে আসার সময় তার টাকার ব্যাগটি রাস্তায় পড়ে যায়। বাড়ি ফিরে টাকার ব্যাগ না পেয়ে তিনি পুলিশ সেবার ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানায়। খবর পেয়ে নীলফামারী থানার পুলিশ ওই ব্যবসায়ীকে সাথে নিয়ে তিস্তা ক্যানেলে তল্লাশী চালায়। কিন্তু রাস্তার কোথাও ওই টাকার ব্যাগটি পাওয়া যায়না। ফলে হারানো টাকা খুঁজে না পাওয়ায় ওই ব্যবসায়ী হতাশা গ্রস্থ ও মানষিকভাবে ভেঙ্গে পড়েন।
পরে গোপনে খবর পেয়ে নীলফামারী থানার ওসি (তদন্ত) মোক্তারুল আলম ও এসআই মনির হোসেন ও পুলিশ সদস্যরা শহরের কলিতলা তিস্তা ক্যানেলের ধারে আজিজুল ইসলামের ছেলে কায়িক শ্রমিক মোমিনুল হকের বাড়িতে গিয়ে ওই টাকার কথা জানালে মোমিনুল টাকার ব্যাগ কুড়িয়ে পাওয়ার সত্যতা স্বীকার করে। এরপর তথ্য প্রমান সহ রাত ১১টায় ওই টাকা পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, রাস্তায় টাকা হারিয়ে যাওয়া আর উদ্ধার করা কঠিন ব্যাপার। তারপরেও ওই টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই ব্যবসায়ীর হাতে তার হারানো টাকা তুলে দিয়েছি। তিনি বলেন পুলিশ সদস্যরা যে স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন, এটা তারই প্রমাণ। ব্যবসায়ী অনিক সরকার জানান, যিনি এ টাকা পেয়ে বাড়িতে রেখেছিলেন তাকে আমি পুরস্কৃত করেছি। পাশাপাশি টাকা উদ্ধার করে দেয়ায় তিনি নীলফামারী পুলিশ সুপার সহ সদর থানা পুলিশের ভুয়শী প্রশংসা করেন।