আর্কাইভ  বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ● ১ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১৬ জুলাই ২০২৫
জুলাই স্মরণে ‘রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত ঢাবি

জুলাই স্মরণে ‘রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত ঢাবি

মধ্যরাতের আকাশে ভেসে উঠল ‘জুলাই স্মৃতি’

মধ্যরাতের আকাশে ভেসে উঠল ‘জুলাই স্মৃতি’

চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার

ফিরে দেখা জুলাই বিপ্লব
চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার

জুলাইয়ের দিনগুলি: ১৩ জুলাই

ফিরে দেখা জুলাই বিপ্লব
জুলাইয়ের দিনগুলি: ১৩ জুলাই

নীলফামারীর প্রবীণ হিতৈষী সংঘে চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন

রবিবার, ৩০ জুলাই ২০২৩, বিকাল ০৭:৩৯

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ প্রবীণদের চিকিৎসা সেবা নিশ্চিত করনে নীলফামারীর প্রবীণ হিতৈষী সংঘে চালু হলো চিকিৎসা সেবা কেন্দ্র। রবিবার(৩০ জুলাই) দুপুরে নীলফামারী শহরের প্রবীণ হিতৈষী সংঘ জেলা কার্যালয়ে চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান। প্রবীণ হিতৈষী সংষ জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক। 
প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান জানান, বিগত ১০ বছর যাবত সংঠনের নিজস্ব অর্থায়নে এম.বি.বি.এস ডিগ্রীধারী একজন অবসরপ্রাপ্ত চিকিৎস দ্বারা প্রতি সপ্তাহের মঙ্গলবার বিনামূল্যে প্রবীণদের চিকিৎসা সেবা প্রদান করে আসছিল প্রবীণ হিতৈষী সংঘ। কিন্তু অর্থের অভাবে বিগত চার মাস যাবত চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। এতে প্রবীণ রোগি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। 
সম্প্রতি এ বিষয়ে অবগত হয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেন নীলফামারী সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান। প্রবীণদের চিকিৎসা সেবা নিশ্চত করণের লক্ষ্যে সিভিল সার্জন দপ্তর থেকে একজন এম.বি.বি.এস চিকিৎসক নিয়োগ প্রদান করে চিকিৎসা সেবা কেন্দ্র চালু করেন তিনি।  
এখন থেকে প্রতি সপ্তাহের শনিবার(২৯ জুলাই) সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত এই চিকিৎসা সেবা কেন্দ্রে এসে প্রবীণরা চিকিৎসা সেবা গ্রহণ করবেন। 

মন্তব্য করুন


Link copied