স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া নি¤œ আয়ের পরিবারের ৯ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও ১ জন শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করেছেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
রবিবার(৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৮ জন শিার্থীকে ভর্তি ফি বাবদ প্রতিজনকে নগদ ২০ হাজার টাকা দেয়া হয়। সহায়তা প্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী সিফাত তাহসিন মিম, অর্পনা রায় হাসি, রিপন রায়, সাব্বির আলী, সুধাংশু রায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাইয়ান কবির, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কৃষ্ণ রায় ও সাহাবুল ইসলাম। সরকারী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী সন্ধ্যা রানীকে একটি ল্যাপটপ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফরহাদ হোসেনকে নগদ ১০ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইফুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নীলফামারী প্রেসকাবের সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান প্রমুখ।