আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

নীলফামারীর সীমান্ত পরিস্থিতি নিয়ে ৫৬ বিজিবি অধিনায়কের সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫, রাত ০৮:০৮

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলার  সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়ান। বৃহস্পতিবার (৫ জুন) বিকালে নীলফামারীর দারোয়ানীস্থ ৫৬ বিজিবির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা। এ সময় তিনি আসন্ন পবিত্র ঈদ উল আযহা-২০২৫ উপলক্ষ্যে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, গবাদি পশু ও চামড়া পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক গৃহীত কার্যক্রম, সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিরোধ এবং সঠিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি'র প্রস্তুতি তুলে ধরেন। বলা হয় আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে গরু চোরাচালান এবং চামড়া পাচার রোধে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় রংপুর রিজিয়নের আওতাধীন ঠাকুরগাঁও সেক্টর এর অধীনস্থ ৫৬ বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

৫৬ বিজিবির অধিনায়ক সাংবাদিকদের অবগত করে বলেন, এ বছর দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক কুরবানির পশু মজুদ রয়েছে। দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু দেশে ঢুকতে না পারে, সেজন্য ৫৬ বিজিবি দায়িত্বপূর্ণ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একইভাবে ঈদের পর কুরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে, সেজন্যও সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে ঠাকুরগাঁও সেক্টর এবং ৫৬ বিজিবি। এছাড়া ঈদের দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্ন ঈদ উদযাপন করতে পারে, সেজন্য বিজিবি সদস্যরা সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামায়াতের নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট ও তৎপর থাকবে।

৫৬ বিজিবির অধিনায়ক পুশইন বিষয় উল্লেখ করে জানান, সম্প্রতিককালে সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিরোধে রংপুর রিজিয়ন, ঠাকুরগাঁও সেক্টর তথা ৫৬ বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশ-ইন করায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানাচ্ছে। তবে নীলফামারী জেলার সীমান্তে এ পর্যন্ত কোন পুশইনের ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।

 সূত্রমতে নীলফামারী ব্যাটালিয়ানের ৫৬ বিজিবির আওতায় প্রায় ১৪৮ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এরমধ্যে নীলফামারীতে প্রায় ২৫ কিলোমিটার ও পঞ্চগড় জেলায় প্রায় ১২৩ কিলোমিটার । এই সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে নীলফামারীর ৫৬ ব্যাটালিয়ন দায়িত্ব পালন এলাকায় ১৮টি সীমান্ত বিওপিচৌকি রয়েছে। নীলফামারী জেলার সীমান্তে বিজিবির তৎপরতায় এ পর্যন্ত কোন পূশইনের ঘটনা ঘটেনি। সংবাদ সম্মেলনে ৫৬ বিজিরি অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন


Link copied