স্টাফরিপোর্টার,নীলফামারী॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর ৪টি আসনে বুধবার বিকাল পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৩২ জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১২ জন।
জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান এরমধ্যে বুধবার দুইজন প্রার্থী তাদের মনোনয়ন ফরম পুরণ করে জমা দিয়েছেন নীলফামারী ২ (সদর) আসনে আওয়ামী লীগের আসাদুজ্জামান নুর ও নীলফামারী ৩(জলঢাকা) আসনে একই দলের গোলাম মোস্তফা।
সুত্র মতে মনোনয়নপত্র উত্তোলনকারীদের মধ্যে রয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ৮ জন। এরা হলেন তৃণমুল বিএনপির এনকে আলম চৌধুরী, আওয়ামী লীগের আফতাব উদ্দিন সরকার,বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের সিরাজুল ইসলাম, জাতীয় পাটির তছলিম উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের জাফর ইকবাল সিদ্দিকি, জাকের পার্টির লতিবালী রহমান লতিফ, জাতীয়পাটি (জেপি) মখদুম আজম মাশরাফি ও স্বতন্ত্র প্রার্থী খায়রুল আলম।
নীলফামারী-২ (সদর) আসনে ৭জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এরা হলেন আওয়ামী লীগের আসাদুজ্জামান নুর, জাতীয় পাটির শাহজাহান আলী চৌধুরী, জাকের পার্টির আবু সাঈদ, বাংলাদেশ পিপলস পার্টির বিকাল চন্দ্র অধিকারী ও তিন জন স্বতন্ত্র প্রাথী হলেন জয়নাল আবেদীন, শাহ আহমেদ শরীফ স্বপন,ইমরান কবির চৌধুরী।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১২জন মনোনয়নপত্র উত্তোলন করেন। এরা হলেন আওয়ামী লীগের গোলাম মোস্তফা, জাতীয় পার্টির রানা মোঃ সোহেল, জাতীয় পাটি (জেপি) কাজি ফারুক কাদের, তৃণমুল বিএনপির খলিলুর রহমান, বাংলাদেশ কল্যান পার্টির বাদশা আলমগীর, গনতন্ত্র পার্টির মোজাম্মেল হক, জাসদের অধ্যাপক আজিজুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ৫জন হলো রোকুনুজ্জামান , সাদ্দাম হোসেন পাভেল, মার্জিয়া সুলতানা, আবু সাইদ শামীম এবং হুকুম আলী খান।
নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরীগঞ্জ) আসনে ৫জন মনোনয়নপত্র উত্তোলন করেন। এরা হলেন আওয়ামী লীগের জাকির হোসেন বাবুল, জাতীয়পাটির আহসান আদিলুর রহমান, তৃনমুল বিএনপির ড. আব্দুল্লাহ আল নাসের এবং স্বতন্ত্র তিনজন সিদ্দিকুর আলম, মোকছেদুল মোমিন ও সাখাওয়াৎ হোসেন খোকন।