আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

নীলফামারী জেলা তাঁতীদলের কর্মী সভা॥ সভাপতি মুক্তি-সম্পাদক হোসেন

বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, বিকাল ০৬:৩১

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলা তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের নিকটে কর্মী সভা অনুষ্ঠিত হয়। 
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।
জেলা তাঁতী দলের আহবায়ক শাহজাদা মুক্তির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন তাঁতীদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম-আহ্বায়ক মো. রেজাউল ইসলাম। 
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, সদর উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক এ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েল প্রমুখ। এতে সঞ্চালনা করেন জেলা তাঁতীদলের যুগ্ম-আহবায়ক মো. হোসেন আলী ও  সৈয়দ নুরনবী নয়ন।
অতিথিদের বক্তব্য শেষে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার সকলের সম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট তাঁতী দলের জেলা কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি শাহাজাদা মুক্তি ও সাধারণ সম্পাদক মো. হোসেন আলী নির্বাচিত করা হয়। 
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছে সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরনবী নয়ন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, প্রচার সম্পাদক ফেরদৌস ও দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।
কর্মী সভা শেষে তাঁতী দলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালী ও লিফলেট বিতরণ করা হয়। এসময় তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন


Link copied