স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী বাফার গুদামে সার খালাসে ধীর গতির অভিযোগ করেছেন বিভিন্ন স্থান থেকে আসা সার বহনকারী ট্রাক চালকরা। তাদের অভিযোগ সার নিয়ে গুদামের সামনে পৌঁছে খালাসের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে ৪৮ ঘন্টা পর্যন্ত। আজ মঙ্গলবার(১৪ মার্চ) বিকালে ওই গুদামের সামনের সড়কে দেখা গেছে ট্রাকের দীর্ঘ সারি। সেখানে বিভিন্ন স্থান থেকে সার নিয়ে আসা অন্তত ২০টি ট্রাক দাঁড়িয়ে ছিল খালাসের অপেক্ষায়। ব্যস্ততম নীলফামারী-ডোমার সড়কের জায়গা দখল করে এসব ট্রাক দাঁড়িয়ে থাকায় বিঘœ ঘটছে যান চলাচলে।
এসময় যশোরের নোয়াপাড়া থেকে ইউরিয়া নিয়ে সার নিয়ে আসা ট্রাক চালক মো. নূরন নবী (৫০) বলেন, সোমবার(১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এখানে এসেছি। মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত খালাসের অপেক্ষায় আছি। কখন হবে এখনো কোন নিশ্চয়তা পাইনি। তিনি আক্ষেপ করে বলেন, আমরা এখানে সার নিয়ে এসে পাপ করছি। কখন খালাস হবে কেউ কিছু বলছেন না। দেশে আরোতো অনেক গুদাম আছে সেখানেতো এমন হয় না।
অপর ট্রাকচালক ইমরান আলী (৪০) বলেন, এখানে পৌঁছার পর অপেক্ষার শেষ হচ্ছে না। আমরা হোটেলে খাচ্ছি, আর ট্রাকে রাতে কাটাচ্ছি। এখানে আমাদের কোনো নিরাপত্তা নেই।
ট্রাক চালকের সহযোগি বিপ্লব হোসেন (২৫) বলেন, রাস্তার ওপর ট্রাক রেখে সময় পার বরছি। তারা বলছেন প্রতিদিন ৫টি করে ট্রাক খালাস হবে। এভাবে হলেতো ২০টা ট্রাকে ৪দিন লাগবে। অন্য গুদামে এক দিনেই ২০টি ট্রাক খালাস হয়ে যায়। ট্রাকটা গুদামের ভেতরে নেওয়া গেলে কিছুটা নিরাপত্তা থাকতো। রাস্তার ওপরেতো কোনো নিরাপত্তা নাই।
ট্রাক চালক শাহ আলম (৪৫) বলেন, এখানে ৪০জন লেবার আছে, তারা দিনে চার থেকে পাঁচটা ট্রাক আনলোড করছে। চাইলে তারা ২০টা ট্রাক আনলোড করতে পারেন। কিন্তু সেটি তারা করছেন না। রাস্তার ওপর ট্রাকগুলো থাকায় দূর্ঘটনাও ঘটতে পারে।
এ বিষয়ে কথা বললে নীলফামারী বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াদুদ ইসলাম বলেন, সারের গুণগত মান ধরে রাখতে আমরা ফাস্ট ইন, ফাস্ট আউট পদ্ধতিতে সার লোড আনলোড করছি। আমাদের গুদামে চলতি বছরের প্রথমদিকের কিছু সার রয়েছে। সেগুলো পরিবেশকদের মাঝে সরবরাহ দেওয়ার পর নতুন সার ঢুকাচ্ছি। এ কারণে সার সরবরাহকারি ঠিকাদারদের যে পরিমান করে ট্রাক পাঠাতে বলেছি, তারা তার চেয়ে বেশি পাঠিয়েছেন। ফলে কিছুটা জটলা দেখা দিয়েছে। এখন আমরা বিকল্প ব্যাবস্থায় দ্রুত সার খালাসের ব্যাবস্থা নিব।’ এসব ট্রাক নোয়াপাড়া থেকে এসেছে বলে জানান তিনি। তিনি জানান, নীলফামারী বাফার গুদামে সারের ধারণ ক্ষমতা ১০ হাজার মেট্রিক টন। বর্তমানে মজুদ আছে ১৪ হাজার মেট্রিক টন। নিয়মিত শ্রমিক আছেন ৪৫জন। গড়ে প্রতিদিন কাজ করেন ৪০জন। মঙ্গলবার রাত পর্যন্ত ১৮টি ট্রাকে সার সরবরাহ দেওয়া হবে। খালাস হবে ১০টি ট্রাক।