আর্কাইভ  রবিবার ● ২ এপ্রিল ২০২৩ ● ১৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   রবিবার ● ২ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ভোক্তাপর্যায়ে দাম কমলো এলপি গ্যাসের       পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১       রংপুরে অঞ্জলিকা সাহিত্যপত্র আয়োজিত বিশেষ অনুষ্ঠানে       লালমনিরহাটে ২০ বছর ধরে ছেলেকে বেঁধে রেখেছেন বাবা-মা       ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক      

পঞ্চগড়ে মোটরসাইকেলে ঘুরতে এসে দুর্ঘটনায় রংপুরের যুবকের মৃত্যু

বৃহস্পতিবার, ৫ মে ২০২২, দুপুর ১২:৫১

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: ঈদের দ্বিতীয় দিনে রংপুর থেকে ৮ বন্ধু মিলে মোটরসাইকেলে পঞ্চগড়ে ঘুরতে এসে দুর্ঘটনায় রিমন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ মে) দিনগত রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত রিমন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সাল্টিয়ার হাট হাছিয়া এলাকার মৃত বুলু মিয়ার ছেলে।

পারিবারিক ভবে জানা যায়, রিমন তার পুলিশ বন্ধু টুটুল ও বন্ধু শিবলি সহ ৮ বন্ধু মিলে চারটি মোটর সাইকেল নিয়ে রংপুর থেকে পঞ্চগড়ে ঘুরতে আসে। ঘোরা শেষে বাড়ি ফেরার পথে রাতে এই দুর্ঘটনা হয়। প্রথমে রিমনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দিলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে রংপুর মেডিকেলে রেফাট করে। 

পুলিশ বন্ধু টুটুল জানায়, আমরা চারটি মোটর সাইকেল নিয়ে রংপুর থেকে পঞ্চগড়ে ঘুরতে এসে সদর হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিমনের বড় ভাই লিটন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শুনেছি তারা চলন্ত অবস্থায় দ্রুতবেগে অটোর পিছে ধাক্কা দিলে সে পরে গিয়ে মাথায় আঘাত পায়। তবে দুজনেই পরে গিয়েছিল। কিন্তু রিমনের মাথায় হেলমেট না থাকায় আজ ভাইকে হারিয়েছি।

মন্তব্য করুন


Link copied