আর্কাইভ  শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩ ● ৮ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: সুযোগ পেলেই জামায়াত স্বমূর্তিতে আবির্ভূত হবে : রংপুরে মোজাম্মেল হক       জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, সিসিইউতে স্থানান্তর       ঘরের মেঝেতে কান্না করছে শিশু, বিছানায় মায়ের নিথর দেহ       বৃষ্টি থাকবে আরও দুই দিন      

পঞ্চগড়ে সম্বর হরিণ উদ্ধার, রক্তক্ষরণে মৃত্যু

রবিবার, ১৩ মার্চ ২০২২, সকাল ০৯:৩৮

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: খাবারের খোঁজে বাংলাদেশ- ভারত সীমান্ত অতিক্রম করে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় প্রবেশের বেশ কিছুক্ষণ পর বিরল প্রজাতির ৪ বাই ৬ ফুট উচ্চতার বন্যপ্রাণী সম্বর হরিণের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় বন বিভাগের বিট কর্মকর্তা সুলতানুল ইসলাম। এর আগে বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহারি এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, হরিণটির মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ এর সহায়তায় মাটিতে পুঁতে দেয় উপজেলা বন বিভাগ।

পঞ্চগড় বন বিভাগের বিট কর্মকর্তা সুলতানুল ইসলাম বলেন, বিকেলে এ বিষয়ে আমাদের কাছে খবর আসে উপজেলা প্রশাসন থেকে। এই হরিণটি ভারত সীমান্ত অতিক্রম করে ওই এলাকায় প্রবেশ করেছে। আমরা চেষ্টা করেছিলাম হরিণটিকে বাঁচানোর কিন্তু হরিণটি উৎসুক জনতার চাপে ও আহত হয়ে রক্তক্ষরণে মারা গেছে। আসলে মানুষের অসচেতনতার কারণে এই ঘটনাটি ঘটেছে। 

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলাম হালিম বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগে হরিণটি মারা যায়। হরিণটি ডান পায়ে আঘাত পেয়ে রক্তক্ষরণের কারণে মারা যায়। এই হরিণটিকে ময়নাতদন্ত শেষে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied