আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

পঞ্চগড়ে জুলাই স্মৃতিচারণ এবং প্রেম ও প্রকৃতির গানে বসন্ত উৎসব পালিত

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৫:৫০

Advertisement

পঞ্চগড়  প্রতিনিধি: পঞ্চগড়ে বসন্ত উৎসব পালিত হয়েছে।আসছে ফাগুণ আমরা হবো দ্বিগুণ’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। নাট্য দল ভূমিজ এবং প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা কারিগর সরকারি অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে এই আয়োজন করে। উৎসবে স্থানীয় গীতিকার ও সুরকারদের প্রেম ও প্রকৃতি বিষয়ক গান পরিবেশন করে ভূমিজের শিল্পীরা। প্রদিপ প্রজ্জলন করে জুলাই বিপ্লবে পঞ্চগড়ের ৫ জন শহীদের স্মৃতি স্মরণে প্রদর্শনীর আয়োজন করা হয়। বিকেলে এ উপলক্ষ্যে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। গান পরিবেশনের মধ্যেই জুলাই অভ্যুত্থানে সরা সরি অংশ নেয়া স্থানীয় ছাত্র,শিক্ষক, সমাজসেবী ও আইনজিবীরা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে ২১’ এর গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ভূমিজের নাট্যকর্মী ও সঙ্গীত শিল্পী পূর্বা, জেবিন, রইসউদ্দিন, মোস্তাক আহমেদ, রনী শীল, রিপন, তানিন, আনোয়ার,সুমন,আমিনুর সঙ্গীত পরিবেশন করেন। জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, ফয়সল, মাহফুজ, পঞ্চগড় জজ কোর্টের সহকারি কৌশুলী ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারি,বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা, পঞ্চগড় জেলা) এর সভাপতি আনোয়ার ইসলাম খায়ের,ভূমিজের সভাপতি সরকার হায়দার.উদীচীর সভাপতি গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক আহসান হাবিব, মানিক খা প্রমুখ। বক্তারা আন্দোলনের সময় নানা প্রতিবন্ধকতা, হুমকি, নির্যাতনের স্মৃতি তুলে ধরেন।
নিতিশ চন্দ্র বর্মন

মন্তব্য করুন


Link copied