আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

পঞ্চগড়ে জুয়েলারি দোকানে তালা ভেঙ্গে ৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, রাত ০৯:০৬

Advertisement Advertisement

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা শহরের গিনি হাউজ জুয়েলার্স নামের একটি জুয়েলারি প্রতিষ্ঠানে দলবদ্ধ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে জেলা শহরের ভয়াবহ এই চুরির ঘটনা ঘটে। এতে শপে রাখা অন্তত ৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে দাবি দোকান মালিকের। একদিনে বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন আর অন্যদিকে দোকানের থাকা সব স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন দোকান মালিক লব বণিক। এদিকে চুরির ঘটনার প্রতিবাদে জেলার সকল জুয়েলারি সব দিনভর বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন পঞ্চগড়। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তারা।

বণিকরা জানান, গিনি হাউজ জুয়েলার্সের মালিক লব বণিকের মেয়ের গায়ে হলুদ ছিলো সোমবার। মঙ্গলবার দিনভর বিয়ের আয়োজন। বাড়ি ভরা আত্মীয় স্বজন। কিন্তু মঙ্গলবারের সকালটি তার জন্য শুভকর ছিলো ছিলো না। সকালে দোকানে গিয়ে দেখতে পান তালা কেটে তার দোকানের সব স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। সিসি ক্যামেরায় দেখা যায় ১১/১২ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র ভোর ৬ টায় দোকানের তালা কেটে প্রবেশ করে সব চুরি করে নিয়ে যায়। একদিকে একমাত্র মেয়ের বিয়ে আরেক দিকে দোকানের ভয়াবহ চুরিতে দিশেহারা হয়ে পড়েন তিনি।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক মধুসুধন বণিক রনি বলেন, ফজরের নামাজের পর গার্ডরা বাড়িতে চলে যান। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এই ফাঁকে ৫ টা ৫৪ মিনিটে ১১/১২ জনের একটি চোরচক্র দোকানের তালা কেটে প্রবেশ করে অন্তত ৫০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। কয়েকজনের মুখে মাস্ক থাকলেও বেশিরভাগের মুখে কোন মাস্ক ছিলো না। তবে ফেইসগুলো অপরিচিত। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিকের পক্ষ থেকে থানায় মামলার প্রক্রিয়া চলছে। দিন দুপুরে এমন চুরির ঘটনার প্রতিবাদে আমরা আজ সারাদিন সব জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে ও মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ।    

মন্তব্য করুন


Link copied