আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে- আমির খসরু

বুধবার, ২০ নভেম্বর ২০২৪, সকাল ০৯:২৮

Advertisement Advertisement

লালমনিরহাট প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্রাহী কমিটির স্থায়ী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, শেখ হাসিনা পালানোর পর সকলের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে। এ পরিবর্তন আমাদের ধারণ করতে হবে। এ পরিবর্তন যদি পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়াঙ্গনে প্রতিফলন ঘটাতে পারি, তবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের চতুর্থ আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমির খসরু মাহামুদ চৌধুরী আরও বলেন, শুধু রাজনীতির মাধ্যমে নয়, খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী সকল শক্তিকে নিয়ে, এদেশের সকল স্তরের সম্মিলিত মানুষকে সাথে নিয়ে নতুন একটি দেশ গড়তে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আরেকটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে দেশবাসী। শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই দেশের একটি দারুন একটি পরিবর্তন বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছে। এই পরিবর্তন আমাদের ধরে রাখতে হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে কাজ করার আহবান জানান।

শেখ হাসিনার সমালোচনা করে আমির খসরু মাহামুদ চৌধুরী বলেন, পুলিশের একজন আইজি'র বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ। আমাদের কাছে ঋণ আসে ১৮ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। আর সেই ঋনের ১৭ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামীলীগ। এটা শেখ হাসিনার অবদান।

এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ ও জেলা বিএনপি'র যুগ্ন সম্পাদক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের বিএনপি'র ১০টি সংগঠনিক জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছেন। এ টুর্ণামেন্টের প্রতিটি আসরে বিএনপি'র কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন।

এ খেলা দেখতে লক্ষাধিক ফুটবলপ্রেমী দর্শক এবং বিএনপি ও  অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত ফুটবল টুর্নামেন্টটির ফাইনাল খেলাটি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে

খেলায় রংপুর বিভাগের ১০টি দল অংশ নিয়েছেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন


Link copied