আর্কাইভ  সোমবার ● ১০ নভেম্বর ২০২৫ ● ২৬ কার্তিক ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের জন্য ডন সমর্থক নেতাকর্মীদের বিক্ষোভ

রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের জন্য ডন সমর্থক নেতাকর্মীদের বিক্ষোভ

‘হানি ট্র্যাপ’ চক্রের নারী সদস্য গ্রেপ্তার

‘হানি ট্র্যাপ’ চক্রের নারী সদস্য গ্রেপ্তার

১৮ তে ১৮ : পরাজয় নেই খালেদা জিয়ার

১৮ তে ১৮ : পরাজয় নেই খালেদা জিয়ার

দিনাজপুরের  সেই নবজাতকের সহায়তায় তারেক রহমান

দিনাজপুরের সেই নবজাতকের সহায়তায় তারেক রহমান

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বানিজ্য থাকবে না-জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, রাত ০৮:২৩

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বানিজ্য থাকবে না। এটা দলের জন্য, দেশের জন্য ও রাজনীতির জন্যও লাভ। এজন্য আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

বুধবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আয়োজনে আল হেলাল একাডেমি মিলনায়তনে নীলফামারী-২(সদর) আসনের ‘দায়িত্বশীল’ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

নীলফামারী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ওই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিসদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারি পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ, নীলফামারী জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা জামায়াতের নায়েবে আমীর ড.খায়রুল আনাম ও নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক ছাদের হোসেন, প্রভাষক আব্দুল কাদিম, প্রভাষক মনিরুজ্জামান জুয়েল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান মন্টু ও নীলফামারী সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ।

দলের রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম আরও বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচনটা ১৪, ১৮ ও ২৪ এর নির্বাচনের ন্যায় হওয়ার আশংকা মনে করেন মানুষ। এই তিনটি নির্বাচনে বাংলাদেশের চার কোটি তরুন ভোট দিতে পারে নাই। আমরা চাই উৎসবমুখর পরিবেশে সবাই যেন ভোট দেন। দেশবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেখেছে। শিক্ষার্থীরা আনন্দের সাথে ভোট দিয়েছে। সেখানে ৮০ভাগ ভোট পড়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে অন্যন্য। জাতীয় নির্বাচনেরও এই ধরণের আকাঙ্খা বাংলাদেশের ১৮ কোটি মানুষের।

ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা বিদেশেও বাংলাদেশের সস্মান ও মর্যাদাকে ভুলন্ঠিত করেছে উল্লেখ করে বলেন, নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীরা  ডিম নিক্ষেপ করে তারা শুধু তাকে আঘাত করেনি, বরং তারা ২৪ এর গণঅভ্যুত্থানের সম্মানকে ভুলন্ঠিত করেছে। এমকি সেখানে তাকে  জুলাই সন্ত্রাসী আখ্যা দিয়ে স্লোগান দিয়েছে। বাংলাদেশের মানুষ তাদের জুলাই যোদ্ধা হিসেবে স্লোগান দেয় । তাহলে বুঝা যাচ্ছে  আওয়ামী লীগের মধ্যে এখনও অনুশোচনা নেই। তারা বাংলাদেশেও ফ্যাসিজম কায়েম করেছে, বিদেশেও বাংলাদেশের ভাবমুর্তি বিনষ্ট করছে। আমরা দাবি করব তাদের বিরুদ্ধে যে মামলা চলছে তার বিচার ত্বরান্বিত করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গঠন করতে চায় উল্লেখ করে বলেন, নতুন বাংলাদেশে আমীরে জামায়াতের স্লোগান হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে । দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সৎ ও চরিত্রবান মানুষ প্রয়োজন। ভোটাররাই ঠিক করবে আগামী দিনে এই নতুন বাংলাদেশে কারা দেশ চালাবে, দর্নীতিমুক্ত দেশ কারা গঠন করবে। ৩৬ এর গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্খা কারা বাস্তবায়ন করবে। 

মন্তব্য করুন


Link copied