আর্কাইভ  মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫ ● ২৭ কার্তিক ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভুয়া সনদে চাকরি করছেন ১৮ কর্মকর্তা

ভুয়া সনদে হিসাবরক্ষণ কর্মকর্তা থেকে উপরেজিস্ট্রার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভুয়া সনদে চাকরি করছেন ১৮ কর্মকর্তা

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, হেডলাইট জ্বালিয়ে চলছে যান

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, হেডলাইট জ্বালিয়ে চলছে যান

দিনাজপুর-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে প্রতীকী ফাঁসি

দিনাজপুর-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে প্রতীকী ফাঁসি

পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি

পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি

বাংলাদেশ-কসোভো সম্পর্ক জোরদারের আহ্বান

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, রাত ০৯:০১

Advertisement

নিউজ ডেস্ক: নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন কসোভোর রাষ্ট্রপতি ভজোসা ওসমানি সাদ্রিউ। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন কসোভোর প্রেসিডেন্ট।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে এ বৈঠক হয়।

বৈঠকে অভিবাসন, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, ব্যবসা-বাণিজ্য এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে প্রেসিডেন্ট ভজোসা ওসমারি সাদ্রিউ বাংলাদেশের সঙ্গে কয়েকটি বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেন। বিশেষ করে টেক্সটাইল খাতে একটি দ্বিপাক্ষিক চুক্তির পরামর্শ দেন। টেক্সটাইল খাতে সহযোগিতার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন তিনি।

অর্থনৈতিক সম্ভাবনাগুলো অন্বেষণ করতে প্রধান উপদেষ্টা কসোভোর একটি বাণিজ্যিক প্রতিনিধি দলকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। তিনি দুই দেশের মধ্যে নিয়মিত যুব বিনিময় কর্মসূচির ওপরও জোর দেন, যা পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে।

অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট ওসমানিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রেসিডেন্ট ভজোসা ওসমানি সাদ্রিউ কসোভোকে দ্রুত স্বীকৃতি দেওয়ার জন্য এবং এর পর থেকে বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ছিল প্রথম দেশগুলোর মধ্যে একটি যারা দক্ষিণ-পূর্ব ইউরোপের এই দেশটিকে স্বীকৃতি দেয়।

তিনি বলেন, কসোভো সম্প্রতি অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং এটি পরপর দুই বছর ধরে অঞ্চলের মধ্যে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশ হিসেবে অবস্থান করছে।

প্রেসিডেন্ট ওসমানি বলেন, একটি গণহত্যামূলক যুদ্ধের পর কসোভো তার অর্থনীতি সফলভাবে পুনর্গঠন করেছে এবং বর্তমানে এটি নিরাপত্তা ও আইনের শাসনের দিক থেকে ইউরোপের অন্যতম নিরাপদ দেশ। ক্রমবর্ধমান সংখ্যক বাংলাদেশি নাগরিক কসোভোতে কাজ করছেন এবং দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

বৈঠকে উপস্থিত আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল কসোভোতে বাংলাদেশি কর্মীদের নিয়োগের বিষয়ে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এমন একটি চুক্তি নিরাপদ অভিবাসন নিশ্চিত করবে এবং উভয় দেশেরই উপকারে আসবে। কসোভোতে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দেশটির আতিথেয়তা ও আন্তরিকতার ব্যাপারে অত্যন্ত ইতিবাচক মন্তব্য করেছেন।

মন্তব্য করুন


Link copied