আর্কাইভ  মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫ ● ১১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

বিএনপিকে জনগণ কালো ও বিদেশিরা লাল পতাকা দেখিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪, রাত ০৮:০৫

Advertisement

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি না কি কালো পতাকা মিছিল ডেকেছে। অথচ বিএনপির নির্বাচন ভন্ডুলের চক্রান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের জনগণ নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুননির্বাচিত করে বিএনপিকে ইতিমধ্যেই কালো পতাকা দেখিয়ে দিয়েছে। 
তিনি বলেন, নির্বাচনের আগে যে বিদেশিদের কাছে বিএনপি বারবার ধর্ণা দিয়েছিল, তারাও নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়েছে, নির্বাচনের প্রশংসা করেছে, শেখ হাসিনার সরকারকে অভিনন্দন জানিয়ে একসাথে কাজের আগ্রহ ব্যক্ত করেছে অর্থাৎ বিদেশিরাও বিএনপিকে লাল পতাকা দেখিয়েছে। 
রবিবার(২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন। 
নীলফামারী জেলা আওয়ামীলীগের আয়োজনে কম্বল বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র ও ম্যাব সভাপতি দেওয়ান কামাল আহমেদ। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সুজিত রায় নন্দী, দলটির কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দলটির নির্বাহী সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ। 
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের প্রত্যেকটি মানুষের নিজস্ব ঘর থাকবে। তার সেই স্বপ্ন বঙ্গবন্ধুর কন্যা বাস্তবায়ন করেছে। যে মানুষগুলো বৃষ্টির সময় অন্যের বাড়ির উঠানে, বারান্দায় আশ্রয় নিতো, কুঁড়ে ঘরে থাকতো, সেই মানুষগুলিকে জমি সহ পাকা ঘর তৈরি করে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ লাখ রহিঙ্গাকে আশ্রয় দিয়ে খাদ্য, বস্ত্র, বাসস্থান দিয়েছেন। 
করোনার সময় ১৩০টি দেশ টিকা দেয়া শুরু করেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে জনগণের কাছে টিকা পৌঁছিয়েছেন। প্রথম,দ্বিতীয়,তৃতীয় অনেকে চতুর্থ ডোজও দিয়েছেন উল্লেখ করে মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, করোনা টিকার সময় বিএনপি বলেছিল এই টিকা ভারতের টিকা, এই টিকা গরুর ভ্যাকসিনের টিকা, দিলে কোনো কাজ হবে না। টিকা দেয়া যখন শুরু হলো সেই বিএনপির নেতাকর্মীরা গরুর মতো এসে করোনার টিকা দিয়ে সাংবাদিকদের বললো টিকা দিয়ে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে বিএনপি। নির্বাচনের আগে বিএনপি নির্বাচন বানচাল করার জন্য ট্রেন-বাসে আগুন জ্বালিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। যারা এভাবে মানুষ পুড়ায় তারা শুধু মানুষের নয়, দেশের শত্রু। 
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরন করছে। কিন্তু এখন বিএনপিকে খুঁজে পাওয়া যায়না। তাদের খুঁজে পাওয়া যায় পেট্রোল বোমা মেরে সাধারন মানুষজনকে হত্যার সময়। মন্ত্রী এক পর্যায়ে জাতীয় পাটিকেও খুঁজেন। তিনি বলেন জাতীয় পার্টি কই। তারা এখন রওশন এরশাদ আর জিএম কাদের এই দুইজনকে নিয়ে ব্যস্ত আছেন। একমাত্র আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়। 
এসময় মন্ত্রী দলের নেতাকর্মীদের সতর্কবাণী উচ্চারণ করে বলেন, অপশক্তিরা আবার দেশে অশান্তি তৈরির অপচেষ্টা চালাবে। এজন্য দলের নেতা-কর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগ রাজপথের দল, রাজপথে সবসময় থাকবে। আওয়ামী লীগ জনগণের দল, জনগণের পাশে সবসময় থাকবে। 

মন্তব্য করুন


Link copied