মমিনুল ইসলাম রিপন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর মহানগর আহ্বায়ক ও রংপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামু বলেছেন, “বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে মনোনয়ন পাওয়ার পর বিভিন্ন ভুয়া তথ্য ছড়িয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা চলছে।”
রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সামসুজ্জামান সামু বলেন, “ধানের শীষ প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়ার পর থেকেই একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন প্রচার শুরু করেছে। তারা অপপ্রচার করছে যে আমি নাকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছি। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সম্পূর্ণ অসত্য। বিষয়টি স্পষ্ট ও পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরতেই আজকের এই মতবিনিময়।”
তিনি আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—এই অপপ্রচারের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়। যারা এসব করছে, তারা বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে চাইছে। ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ায় অনেকের ‘বিষফোঁড়া’ হয়ে দাঁড়িয়েছে বলেই এসব অপপ্রচার।”
নিজেকে নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে মন্তব্য করে সামু বলেন, “আমি রংপুরে ৫০ বছর ধরে বসবাস করছি। রংপুরের মানুষ, আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ব্যবসায়ী—সবাই জানে আমি কী করি। আমি যদি নিজেকে খুব সৎ বলি বা খুব খারাপ বলি, কেউই তা সরাসরি বিশ্বাস করবে না। মানুষ আমার কাজ, আচরণ ও চরিত্র দেখেই আমাকে বিচার করবে।”
তিনি বলেন, “আমি কোনো ভীতু বা দুর্বল মানুষ নই। দলের কারও ভিন্নমত থাকতেই পারে, তা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। তবে আমি বিশ্বাস করি, দলের কেউ আমার বিরুদ্ধে অবস্থান নেবে না, যদি না সে দল ও নেতৃত্বের বিরুদ্ধে যায়।”
সামু জানান, দেশে বিএনপির ২৩৭ জন প্রার্থী ঘোষিত হয়েছে। “মনোনয়ন পাওয়ার পর রংপুর-৩ আসনের যেসব নেতাকর্মী মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদের সবার সঙ্গে আমি দেখা করেছি। সবাই একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছেন। আমি বিশ্বাস করি—তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রংপুর-৩ আসনের সব নেতাকর্মী ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হবেন।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিএনপির নেতাকর্মীরা রংপুরের সার্বিক উন্নয়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আমার পাশে দাঁড়াবেন।”
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান আলম বুলবুল, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, শাহিনুল ইসলাম শাহীন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।