স্টাফ রির্পোটার,নীলফামারী॥ পবিত্র রমজানে মাস ব্যাপী ইফতার ও সেহরীর খাবার বিতরন কার্যক্রম শুরু করা হয়েছে। নীলফামারী পৌর মেয়র, ম্যাব সভাপতি, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও নীলফামারীর নোহা অটো রাইছ মিলের মালিক সৈয়দ রাকিব হাসান মিশুক যৌথভাবে মাস ব্যাপী এই ইফতার বিতরন কার্যক্রম শুরু করেন। শুক্রবার(২৪ মার্চ) বিকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে রোজার প্রথম দিন চারশত রোজাদারদের মাঝে এই ইফতার বিতরন করা হয়। যার সুবিধাভোগীরা হলো রিক্সা চালক, দিন মজুর, ভিক্ষুক ও অসহায় মানুষজন। রোজা এলে
যেখানে অধিকাংশ ব্যবসায়ীরা যেখানে জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত থাকেন, সেখানে করোনাকালিন সময় থেকে বিনামুল্যে ইফতার বিতরন কার্যক্রমের ব্যতিক্রমী নজির স্থাপন করে চলেছেন তারা।
দেওয়ান কামাল আহমেদ জানান, করোনাকালিন সময় রমজান মাস এলে আমি ও নোহা অটো রাইছ মিলের মালিক সৈয়দ রাকিব হাসান মিশুক যৌথভাবে ইফতার ও সেহরী বিতরন করে আসছি। এবারও তা ব্যতয় ঘটবেনা। প্রতিদিন আমরা ৪০০ অসহায় মানুষকে ইফতার ও সেহরী প্রদান করবো।
এই কার্যক্রমে সহায়তা প্রদান করছে স্থানীয় সামাজিক সংগঠন সেইফ ফাউন্ডেশন। সংগঠনটির পরিচালক রাসেল আমিন স্বপন জানান, প্রথম রোজার দিন শুক্রবার ইফতারের দেয়া হয় খিজুরি,ডিম,মুরগী ও খেজুর। সেহরীতে আমরা শহরের পৌর মার্কেট এলাকায় মাছ ভাত ডাল বিতরন করবো।
তিনি আরও জানান, রোজার মাসে প্রতিদিন এই কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি খাদ্যের ধরনও পরিবর্তন রাখা হবে। এই কার্যক্রমে ব্যয় বহন করছেন যৌথভাবে নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও নীলফামারীর নোহা অটো রাইছ মিলের মালিক সৈয়দ রাকিব হাসান মিশুক।
উল্লেখ যে, করোনাকালিন সময় থেকে সেইফ ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ সামগ্রী, শীতবস্ত্র, ঈদ ও পূজার সময় অসহায়দের মাঝে উপহার সামগ্রী, রোজায় ইফতার ও সেহেরী এবং কোরবানি ঈদে খাদ্য সামগ্রী প্রদান করে আসছেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।