আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

বিশ্বরাজনীতিতে ইতিহাস সৃষ্টি করেছেন শেখ হাসিনা- বেরোবি নীলদল

শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪, দুপুর ০৪:৫৭

Advertisement Advertisement

ইভান চৌধুরী, বেরোবি প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকবৃন্দের সংগঠন নীল দল। সেই সাথে ‘নৌকা’ প্রতীকের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্যে সকল সংসদ সদস্যকেও অভিনন্দন জানায় শিক্ষক নেতারা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শিক্ষক নেতারা বলেন, ‘এই জয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বিশ্বরাজনীতিতে অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিজয়ের মাধ্যমে দেশে বিরাজমান গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ আরও বিকাশ লাভ করবে এবং উন্নয়নের অব্যাহত ধারা বেগবান হবে। তাঁর প্রজ্ঞা ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ আরও সাফল্য ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে, আসবে জনগণের অর্থনৈতিক মুক্তি। একটি স্বয়ংসম্পূর্ণ ও সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে হবে সমস্বরে উচ্চারিত।’

শিক্ষক নেতারা আরো বলেন, ‘মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকবৃন্দের সংগঠন নীল দল মনে-প্রাণে বিশ্বাস করে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নবগঠিত সরকার গুণগত শিক্ষা নিশ্চিত করবে ও তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এদেশের মানুষের নব অভীষ্ট ভিশন ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত ও স্মার্ট সোনার বাংলা অচিরেই বিনির্মাণ হবে। নীল দল প্রধানমন্ত্রীর উপর পূর্ণ আস্থা রাখে এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার সারথী হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সর্বদা বদ্ধপরিকর।’

সেই সাথে একটি সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শভিত্তিক দলকে বিজয়ী করায় সর্বস্তরের জনগণকেও অভিবাদন জানায় নীল দল।

মন্তব্য করুন


Link copied