আর্কাইভ  মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫ ● ১১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

রংপুর সিটি বাজার সংলগ্ন প্রধান সড়কে বর্জ্য ডাম্পিং

নগরবাসীর মাঝে তীব্র প্রতিক্রিয়া
রংপুর সিটি বাজার সংলগ্ন প্রধান সড়কে বর্জ্য ডাম্পিং

বিশ্ব ভ্রমনে বাইসাইকেল চালিয়ে নেপালের যুবক এখন বাংলাদেশে

বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪, দুপুর ০৩:৩২

Advertisement

বিশেষ প্রতিনিধি॥ 
বাইসাইকেল চালিয়ে বিশ্ব ভ্রমনে বেরিয়েছেন নেপালের ২৮ বছরের যুবক রোসাল লামিচান। তিনি নেপাল থেকে বাইসাইকেল চালিয়ে ভারতের শিলিগুড়ির ফুলবাড়ি চেকপোস্ট দিয়ে বাংলাবান্ধা হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর সোমবার( ৮ জুলাই) পঞ্চগড়ের তেঁতুলিয়া হয়ে মঙ্গলবার(৯ জুলাই) বিকালে নীলফামারীর সৈয়দপুরে এসে রাত্রী যাপন করে। এখান থেকে বুধবার(১০ জুলাই) সকালে রংপুর-বগুড়া হয়ে রাজধানী ঢাকার দিকে বাইসাইকেল চালিয়ে রওনা দেন তিনি। বগুড়ায় রাত্রী যাপন করে বৃহস্পতিবার(১১ জুলাই) ঢাকার উদ্দেশ্যে রওনা হন সকালে। 
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, নেপাল থেকে গত আটদিনে বাইসাইকেল চালিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এখন তিনি রংপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এরপর ঢাকা থেকে সড়কপথে ভারতের কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করবেন। কলকাতা হয়ে তিনি পরিকল্পনামাফিক পাকিস্তান, আফগানিস্তান, ইরান ও মধ্যপ্রাচ্যের পথ পাড়ি দিয়ে ইউরোপে যাবেন। 
রোসাল লামিচান বলেন, বাই সাইকেলে চালিয়ে বিশ্বভ্রমণের এই কাজ নিতান্ত শখের বশেই করছেন। ছোটবেলার থেকেই ভ্রমণে আগ্রহী এই যুবকের বাড়ী নেপালের রাজধানী কাঠমান্ডুতে। স্কুলে পড়ার সময় থেকেই তাঁর ইচ্ছে জাগে কোনো এক দিন বাইসাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়বেন। এখন সেই ইচ্ছা পূরণের পথেই আছেন তিনি। আর সঙ্গী হিসেবে আছে প্রিয় বাইসাইকেল। বিশ্ব ভ্রমনে বের হবার আগে তিনি পুরো নেপাল বাইসাইকেলে ঘুরেছেন। 
বাংলাদেশের সবুজপ্রকৃতি দেখে তিনি মুগ্ধ। পথে পথে সবুজ ফসলের মাঠ তাকে বেশী মুগ্ধ করে। চলার পথে গ্রামের হাটবাজারগুলোতে থেমে মানুষজনের সাথে কথা বলার চেস্টা করেন। বিশ্ব ভ্রমেনে বেরিয়ে সে বিভিন্ন দেশের ভাষাও শিখেছেন। তাই বাঙালায় কথা বলা ও বাঙালা বুঝতে তার কোন সমসা হচ্ছেনা।  অনেকেই  আগ্রহ নিয়ে কথা বলেছেন ও চা বিস্কুট খাওয়াচ্ছেন। 

মন্তব্য করুন


Link copied