আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়তে চাই: উপাচার্য

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, রাত ০৮:৫৭

Advertisement Advertisement

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য কাজ করছে বর্তমান প্রশাসন। শিক্ষক সংকট, ক্লাশরুম সংকট  নিরসনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, গুনগত উচ্চশিক্ষা ও সমৃদ্ধ গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশ সেরা বিদ্যাপীঠে পরিণত করা সম্ভব। এজন্য তিনি শিক্ষার্থীদের সময় নষ্ট না করে পড়ালেখা ও সৃজনশীল কাজে মনোনিবেশ করার আহবান জানান।
আজ বুধবার (২৩ এপ্রিল, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ২০২৪ সালের স্নাতক ও স্নাতকোত্তর সমমান পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কাজ করা হচ্ছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক উপস্থাপন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ৪০৮ জন শিক্ষার্থীকে ২০২৪ সালের মেধাবৃত্তি প্রদান করা হয়। অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied