আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

বেরোবিতে তারুণ্যের ভাবনা ও ভবিষ্যত প্রত্যাশা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শনিবার, ৩১ মে ২০২৫, রাত ১২:০০

Advertisement Advertisement

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টার নিয়ে তারুণ্যের ভাবনা ও ভবিষ্যত প্রত্যাশা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। আজ শনিবার (৩১ মে, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বেরোবি দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টার আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দুর্যোগ ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বূপূর্ণ বিষয়। তরুণ প্রজন্মকে এ বিষয়ে সচেতন ও দক্ষ করে তোলার মাধ্যমে আমরা ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় একটি কার্যকর সমাজ গড়ে তুলতে পারি। উপাচার্য বলেন, এই দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টার শুধু শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি করবে না, বরং এটিকে আমরা একটি গ্লোবাল গবেষণা হাবে পরিণত করতে চাই। তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আমাদের শিক্ষার্থীরা যাতে আন্তর্জাতিক মানের গবেষণায় অংশ নিতে পারে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।  


সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোরটেশন এর এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট মাসুম এ পাটোয়ারী পিএইচডি।


দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের পরিচালক মোঃ জাকিউর রহমান সভাপতির বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত বিনির্মাণে এই সেন্টার দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করবে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত করতে বিভিন্ন কার্র্যক্রম অব্যাহত রাখবে। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।


সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের উপ-পরিচালক মোঃ মাসুদার রহমান। সংবাদ বিজ্ঞপ্তি।

 

মন্তব্য করুন


Link copied