আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

বৈষম্য বিরোধী আন্দোলন মামলা রংপুরে আওয়ামীলীগ- ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, রাত ১০:৪৩

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেস্টা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় রংপুরের কাউনিয়া ও পীরগঞ্জ থেকে ৩ জন আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে সোমবার (২১ এপ্রিল) নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা বলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও পীরগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক সাগর ও ভেন্ডাবাড়ি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, সোমবার আব্দুল হান্নানকে শহীদবাগ ইউনিয়ন পরিষদের এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।  একই ইউনিয়নের খোদ্দভুতছাড়া গ্রামের মৃত জামাত উল্লাহ পুত্র তিনি।

পুলিশ জানায়, সোমবার  দুপুর সাড়ে ১২ টার দিকে শহীদবাগ ইউনিয়ন পরিষদের চত্বরে আব্দুল হান্নান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যায়। পরে  তাকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়।

 পীরগঞ্জের ওসি এম এ ফারুক জানান, সোমবার দুপুরে মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পীরগঞ্জ পৌরকমিটির সভাপতি মাহমুদুল হক সাগর গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ভেন্ডাবাড়ি ইউনিয়নের ৩ ওয়ার্ড সভাপতি মোস্তাফিজার রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে হামলা, হত্যা চেস্টার মামলা আছে। বৈষম্য বিরোধী আন্দোলনচলাকালে হামলায় নেতৃত্ব দেয়া, পরিকল্পনা এবং অর্থ জোগানদাতাদের অন্যতম ছিলেন তারা। এখন তারা  সরকারের বিরুদ্ধে নানাধরণের অপতৎপরতায় লিপ্ত। তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন


Link copied