আর্কাইভ  মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫ ● ৪ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার ও সাজা ন্যায়সঙ্গত নয়: অ্যামনেস্টি

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার ও সাজা ন্যায়সঙ্গত নয়: অ্যামনেস্টি

দণ্ডিত ব্যক্তির বক্তব্য প্রচার না করার অনুরোধ এনসিএসএর

দণ্ডিত ব্যক্তির বক্তব্য প্রচার না করার অনুরোধ এনসিএসএর

রায় এবং সাজা মৌলিক সত্যকে পুনঃনিশ্চিত করেছে : প্রধান উপদেষ্টা

রায় এবং সাজা মৌলিক সত্যকে পুনঃনিশ্চিত করেছে : প্রধান উপদেষ্টা

‘অন্তরটা ঠান্ডা হৈল’! হাসিনার ফাঁসির সাজা শুনে খুশি আবু সাঈদের বাবা

‘অন্তরটা ঠান্ডা হৈল’! হাসিনার ফাঁসির সাজা শুনে খুশি আবু সাঈদের বাবা

বৈষম্য বিরোধী মামলায় মিঠাপুকুরের আ.লীগ নেতা গ্রেফতার

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, বিকাল ০৬:৪১

Advertisement

মমিনুল ইসলাম রিপন: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার হয়েছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রোকসার আলী। তিনি উপজেলার শঠিবাড়ি হরিপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। 

মঙ্গলবার তাকে আদালাতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেফতারকৃত রোকসার আলী আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেন। শিক্ষার্থী ও সাধারণ জনগনকে হুমকি-ধামকি প্রদান করেন। এঘটনায় তার বিরুদ্ধে রংপুর কোতয়ালী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে রোকসার আলী নগরীর কাচারি বাজার টার্মিনাল রোডে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, রোকসার আলী মিঠাপুকুর উপজেলার ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হওয়ার সুবাধে এলাকায় প্রভাব বিস্তার করেন। তিনি জমি দখল, নারী নির্যাতনসহ নানা অপরাধের সাথে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে এলাকায় একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই এমএ বাতেন আবিদ জানান, সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে রোকসার আলীতে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied