আর্কাইভ  মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ● ২৫ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
বেগম রোকেয়ার বসতভিটার সাড়ে তিন শ বিঘা জমি গেল কই?

বেগম রোকেয়ার বসতভিটার সাড়ে তিন শ বিঘা জমি গেল কই?

চাঁপাইনবাবগঞ্জে হাত-পা কেটে যুবককে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে হাত-পা কেটে যুবককে হত্যা

আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা; অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা; অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় পঞ্চগড় সীমান্তে আটক এক

শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, বিকাল ০৬:৩১

Advertisement

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সীমান্ত অতিক্রম করে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় ফাইম সাইদ আহমেদ (৪৭) নামে এক ব্যাক্তিকে বিজিবির হাতে আটক হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে ব্যাটালিয়নের অধীনস্ত মীরগড় বিজিবি ক্যাম্পের আওতাধীন সদর উপজেলার আমতলী এলাকা থেকে বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ৪২২ এর ১০ নম্বর সাব পিলার এলাকা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করে বিজিবি। এসময় তার কাছে থাকা ব্যাগে বাংলাদেশী, আমেরিকান ডলার, চায়না ইউয়ান, ভারতীয় রুপি সহ সর্বোমোট প্রায় ৫০ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জানা গেছে, আটক ফাইম সাইদ আহম্মেদ ঢাকা রায়ের বাজার এলাকার পশ্চিম তল্লাবাগ এলাকার মৃত আবু আহম্মেদের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ভারত সীমান্তের আমতলী এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এর পর ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় বিজিবির টহল দল তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলেও কোন উত্তর দেয়নি ওই ব্যাক্তি। এসময় তার কাছে থাকা ব্যাগে বাংলাদেশী ৩ হাজার ৩০ টাকার বিভিন্ন নোট, ৩ টি ১০০ ডলারের নোট, ৫ হাজার ৫১০ ভারতীয় রুপির বিভিন্ন নোট, ৫৭৩৭ চায়না ইউয়ান জব্দ করা হয়। এছাড়া ওই ব্যক্তির সাথে থাকা  দুইটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি। পরে তাকে সদর থানায় হস্তান্তর করার পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানায় বিজিবি।

মন্তব্য করুন


Link copied