আর্কাইভ  শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫ ● ৭ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫
পিআরের বিরুদ্ধে অনড় বিএনপি

♦ শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা
♦ জুলাই সনদ নিয়ে আশাবাদী
পিআরের বিরুদ্ধে অনড় বিএনপি

ভোটের লড়াইয়ে ৫০৯ প্রার্থী

ভোটের লড়াইয়ে ৫০৯ প্রার্থী

পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম

পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম

উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির টেন্ডারের কমিশন নিয়ে দর কষাকষির অডিও ফাঁস

উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির টেন্ডারের কমিশন নিয়ে দর কষাকষির অডিও ফাঁস

ভোটের লড়াইয়ে ৫০৯ প্রার্থী

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, রাত ০১:৪৯

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আটটি পূর্ণাঙ্গ, তিনটি আংশিক প্যানেল নিয়ে নির্বাচনে লড়তে প্রস্তুত প্রার্থীরা। এ ছাড়াও একাধিক স্বতন্ত্র প্রার্থী আছেন, যাঁরা কোনো প্যানেল থেকে নির্বাচন করছেন না। তাঁদের মধ্যে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের প্যানেলে অংশ না নেওয়া শিক্ষার্থীরা রয়েছেন। এই নির্বাচনে ৪৬২ জন বৈধ প্রাথমিক প্রার্থী ও ৪৭ জন ত্রুটিপূর্ণ প্রার্থী মিলিয়ে মোট প্রার্থীসংখ্যা ৫০৯। এর মধ্যে ভিপি পদে ছাত্র ৪৩, ছাত্রী ৫ জন, জিএস পদে ছাত্র ১৮, ছাত্রী ১ জন, এজিএস পদে ২৪, ছাত্রী ৪ জন রয়েছেন।

এ ছাড়া প্রার্থিতায় আরও রয়েছেন মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক ছাত্র ১৪, ছাত্রী ১ জন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ছাত্র ১০, ছাত্রী ১ জন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ছাত্র ৭, ছাত্রী ২ জন। সমাজসেবা সম্পাদক পদে ১৩ জন ছাত্র (ছাত্রী নেই)। মানবাধিকার ও আইন সম্পাদক পদে ছাত্র ৮, ছাত্রী ৩ জন। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ছাত্র ১২, ছাত্রী ৩ জন। ছাত্রপরিবহন সম্পাদক পদে ৯ জন ছাত্র (ছাত্রী নেই)। ক্রীড়া সম্পাদক পদে ছাত্র ১২, ছাত্রী ১ জন। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ছাত্র ৭, ছাত্রী ৪ জন। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ছাত্র ২, ছাত্রী ৯ জন। আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জন ছাত্র (ছাত্রী নেই)। সাহিত্য সম্পাদক পদে ছাত্র ১৭, ছাত্রী ২ জন। সদস্য ছাত্র পদে ১৯১, ছাত্রী ২৪ জন। মোট ২১৫ জন। নির্বাচনে মোট ছাত্র প্রার্থী ৪০২, ছাত্রী ৬০ জন। হল সংসদে বৈধ প্রার্থী ১ হাজার ১০৮ জন। স্থগিত ১ জন। জানা গেছে, ভোটার নাম্বার, নাম-পরিচয় ত্রুটিপূর্ণ, রেজিস্ট্রেশন নাম্বারে ভুল, বাবা-মায়ের নামে ভুল, স্বাক্ষর ভুল ইত্যাদি কারণে ৪৭টি প্রার্থিতা স্থগিত করা হয়েছে। তবে তাঁরা আপিল করলে যাছাইবাছাই করে দেখা হবে। হল সংসদে কেবল একটি পদ স্থগিত রাখা হয়েছে। ২৩ তারিখ পর্যন্ত সুযোগ আছে আপিলের।

এ বছর ডাকসু নির্বাচনে দলীয়ভাবে জাতীয়তাবাদী ছাত্রদল-সমর্থিত প্যানেল, ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্র সংসদ-সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল, ছাত্র অধিকার পরিষদ-সমর্থিত ডাকসু ফর চেঞ্জ, ইসলামী ছাত্র আন্দোলন-সমর্থিত প্যানেল, বাম ছাত্রসংগঠনসমূহের গণতান্ত্রিক ছাত্র জোট-সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। এ ছাড়া উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, স্বাধীন বাংলা ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দিন খালিদের নেতৃত্বে ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’ নামে দুটি স্বতন্ত্র প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই আটটি প্যানেলই পূর্ণাঙ্গ প্যানেল হিসেবে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর বাইরে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জুবায়ের-মুসাদ্দেক স্বতন্ত্র প্যানেল, ছাত্র ইউনিয়ন (একাংশ)-ছাত্র ফ্রন্ট (একাংশ), জাসদ ছাত্রলীগ সমন্বিত আংশিক প্যানেল ঘোষণা করে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, মোট ৬৫৮ জন প্রার্থী ডাকসুর ২৮টি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে মাত্র ৫০৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি। যেগুলো শিক্ষার্থীরা সংগ্রহ করেছে। হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র। জমা হয়নি ৩১৮টি মনোনয়নপত্র।

বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্যানেলগুলো থেকে শীর্ষ পদে লড়বেন যাঁরা

ছাত্রদল-সমর্থিত প্যানেল : ভিপি পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান; জিএস পদে জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম; এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।

শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট : ভিপি পদে আছেন সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান।

ইসলামী ছাত্র আন্দোলন-সমর্থিত প্যানেল : ভিপি পদে ইয়াসিন আরাফাত, জিএস পদে খায়রুল আহসান মারজান এবং এজিএস পদে সাইফ মুহাম্মদ আলাউদ্দিন।

গণতান্ত্রিক ছাত্র সংসদ-সমর্থিত প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ : ভিপি পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আবদুল কাদের, জিএস পদে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুন এজিএস পদে লড়ছেন।

ছাত্র অধিকার পরিষদ-সমর্থিত প্যানেল ডাকসু ফর চেঞ্জ : সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ভিপি এবং সাবিনা ইয়াসমিন জিএস পদে লড়বেন বলে জানান। এ ছাড়া এজিএস পদে লড়বেন সংগঠনটির ঢাবি শাখার সদস্যসচিব রাকিবুল ইসলাম।

বাম ছাত্রজোট-সমর্থিত প্রতিরোধ পর্ষদ : ভিপি পদে মনোনয়ন নিয়েছেন ২০১৯ সালে শামসুন্নাহার হল সংসদের নির্বাচিত ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস পদে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেঘমল্লার বসু। এজিএস পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।

উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল : ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া এবং এজিএস পদে জাহেদ আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সম্মিলিত শিক্ষার্থী সংসদ : ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামালুদ্দীন মোহাম্মদ খালিদ এবং জিএস পদে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মাহীন সরকার।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ)-সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (একাংশ)- বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল-সমন্বিত প্যানেল : প্রাথমিকভাবে ১৫ সদস্যের নাম ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে আরও নাম যুক্ত করা হবে বলে জানান নেতারা। প্যানেলের নাম রাখা হয়েছে ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’। ঘোষিত এই প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাঈম হাসান হৃদয়, জিএস পদে এনামুল হাসান অনয় এবং এজিএস পদে লড়বেন অদিতি ইসলাম।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন (আংশিক প্যানেল) : আংশিক প্যানেল থেকে ডাকসু নির্বাচনে অংশ নেবে ছাত্র ফেডারেশন। সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক এজিএস পদে নির্বাচন করবেন।

মন্তব্য করুন


Link copied