ডেস্ক: নরসিংদীর শিবপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে। তারা সাভারের ইপিজেড এলাকার এস. বি নিটিং লিমিটেডের কর্মকর্তা। ভ্রমণের উদ্দেশে তারা সিলেট যাচ্ছিলেন।
তারা হলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর মোতাহারের ছেলে সবুজ (৩২), ঝালকাঠির রাজাপুর উপজেলার আবদুল গনি হাওলাদারের ছেলে আল আমিন (২৭), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আইয়ুব খানের ছেলে আল আমিন খান (২৭), মাদারীপুরের কালকিনি উপজেলার তোফায়েল হাওলাদারের ছেলে আবদুল আওয়াল (৪০), বরিশালের মুলাদী উপজেলার মজিবুর সিকদারের ছেলে আরিয়ান রায়হান (২৫), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার দুদু মিয়ার ছেলে রাজু (৩৭) ও চালক নাসির উদ্দিন।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করে জানান, সিলেটগামী মাইক্রোবাসটির চালক নিয়ন্ত্রণ হারালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা ৫ জন ঘটনাস্থলেই নিহত হন। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ। মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এস. বি নিটিং লিমিটেডের ম্যানেজার (এডমিন) মীর শিহাব উদ্দিন জাকি বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমাদের প্রতিষ্ঠানের ১০ কর্মকর্তা একটি হাইয়েস মাইক্রোবাস নিয়ে ভ্রমণের উদ্দেশে সিলেট যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের ঘাশিরদিয়া পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৬ জন কর্মকর্তা ও গাড়িচালক নিহত হয়েছেন।