আর্কাইভ  শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫ ● ১২ পৌষ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
রংপুর চিড়িয়াখানায় রাজা-রানী দেখতে দর্শনার্থীর ভিড়

রংপুর চিড়িয়াখানায় রাজা-রানী দেখতে দর্শনার্থীর ভিড়

মনোনয়নপত্র তুললেন  হেভিওয়েটরা প্রার্থীরা

মনোনয়নপত্র তুললেন হেভিওয়েটরা প্রার্থীরা

১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান

১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, দর্শনার্থী প্রবেশ বন্ধ

জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, দর্শনার্থী প্রবেশ বন্ধ

মনোনয়নপত্র তুললেন হেভিওয়েটরা প্রার্থীরা

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৫:৪২

Advertisement

নিউজ ডেস্ক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে মনোনয়নপত্র উত্তোলনের হিড়িক পড়েছে। গতকাল ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানান, ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে এদিন মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত আসনটি থেকে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্তত এক ডজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ঢাকা-১৫ : গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতের ডা. শফিকুর রহমান, বিএনপির মো. শফিকুল ইসলাম খান, সিপিবির আহাম্মদ সাজেদুল হক, গণফোরামের এ কে এম শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম ফজলুল হক, এনসিপির আলমগীর ফেরদৌস এবং মো. তানজিল ইসলাম, খান শোয়েব আমান উল্লাহ।

ঢাকা-১৩ : বিএনপির মো. কামরুজ্জামান জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন, জেএসডির নেক মোহাম্মদ, এনসিপির মো. আকরাম হোসেন, নাগরিক ঐক্যের মো. মাহবুবুর রহমান, বিজেপির মো. সোহেল রানা, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মামুনুল হক, বিএনপি/স্বতন্ত্র কায়েস মাহমুদ, এনডিএমের ববি হাজ্জাজ, গণমুক্তি জোটের শাহরিয়ার ইফতেখার, রিপাবলিকান পার্টির মো. আশরাফুল ইসলাম, স্বতন্ত্র শেখ মো. রবিউল ইসলাম ও সোহেল রানা।

দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও খবর-

খুলনা : খুলনার ৬টি আসনে ৮টি রাজনৈতিক দলের ৩৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপির ১০ জন, জামায়াতের ৬ জন, ইসলামী আন্দোলনের ৩ জন, খেলাফত মজলিসের ৩ জন, জাতীয় পার্টির ৩ জন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ১ জন, ইসলামী ফ্রন্টের (জাতীয় পার্টির একাংশের জোট) ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি আসনের মধ্যে গতকাল মনোনয়নপত্র তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার একাংশ) আসনে মাঈনউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলা) আসনে শেখ হানিফ, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে অ্যাডভোকেট রাফি উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মোহাম্মদ আশরাফুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মো. হাবিবুর রহমান ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ।

বগুড়া : বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

মন্তব্য করুন


Link copied