আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

যানবাহন থামিয়ে জোড়পূর্বক চাঁদাবাজি ॥ র‌্যাব-১৩ অভিযানে ১৮ জন গ্রেপ্তার

সোমবার, ২০ মে ২০২৪, রাত ১২:০৪

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ উত্তরাঞ্চলের রংপুর বিভাগের নীলফামারী সহ আট জেলার সড়ক-মহাসড়কে নির্বিঘেœ চলছে পণ্যবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহন। দীর্ঘদিন যাবত বিভিন্ন পণ্যবাহী ট্রাক, মিনিট্রাক, কাভার্ড ভ্যান, বাস, মিনিবাস, মাইক্রো, অটো, সিএনজি হতে জোরপূর্বক থামিয়ে চাঁদা আদায় করে আসছে একটি চক্র। চাঁদা না দিলে বিভিন্ন প্রকার ভয়ভীতি এবং হুমকি প্রদান করে। 
এভাবেই প্রকাশ্যে চাঁদাবাজির টাকা আদায়ের কাজে রয়েছেন বিশাল এক চক্র। এবার তথ্য প্রমান সহ এদের ধরতে মাঠে নেমেছে র‌্যাব-১৩ রংপুর ও সিপিসি ক্যাম্প। গত দুই দিনে বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করা হয়। র‌্যাবের পক্ষে চাঁদাবাজদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে। এই খবরে বিভিন্ন পয়েন্টের থাকা চাঁদাবাজরা গা-ঢাকা দিয়েছে। এতে যানবাহনগুলো চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাচ্ছেন।
রবিবার(১৯ মে) দুপুরে এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর উপ পরিচালক মিডিয়া স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
সুত্র মতে, তারা প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন সময়ে লাঠিসোটা দেখিয়ে মহাসড়কের মোড়ে মোড়ে এসব চাঁদাবাজদের দৌরাতœ দিন দিন বেড়েই চলেছিল। বিষয়টি র‌্যাব-১৩ এর নজরে আসলে গত দুইদিনে রংপুর বিভাগের তিন জেলায় রংপুর,নীলফামারী,কুড়িগ্রামে অভিযান পরিচালনা করে ১৮ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে শনিবার(১৮ মে) সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা নীলফামারী মহাসড়ক থেকে দুইজন চাঁদাবাজ জলঢাকা এলাকার মোঃ শাহআলম (৪৩), গোলাম মোস্তফা (৪২), রংপুর জেলার হারাগাছ এলাকা থেকে পাঁচজন চাঁদাবাজ মাসুদ আহমেদ (৪৫), দিপক সরকার (৪০),জালাল মিয়া (৩২), পলাশ চন্দ্র রায় (৩২),  মিলন মিয়া (৩২), রংপুরের গঙ্গাচড়া থানাধীন রংপুর-নীলফামারী মহাসড়ক এলাকা, দক্ষিণ খলেয়া গঞ্জিপুর বাজার সংলগ্ন ভিন্নজগতের মোড়, পাগলাপীর বাজার এলাকার থেকে ৭ জন চাঁদাবাজ চক্রের মূল হোতা  চাঁন মিয়া (৫৬), অমল চন্দ্র রায় (৪০),আলাউদ্দিন (১৮),ফারুক মিয়া (১৯), জাহাঙ্গীর আলম (৫৬), মহসিন আলী (৪০), মজিদুল ইসলাম (৪২),কুড়িগ্রাম জেলার রংপুর কুড়িগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে চারজন  জাবেদ (৩৪), শাহাবুল ইসলাম (২৯), বেলাল হোসেন (২৭),ইব্রাহিম আলী(২৮) সহ ১৮ জনকে গ্রেপ্তার  করা হয়। 
র‌্যাব-১৩ এর উপ পরিচালক মিডিয়া স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ আরও জানান, এই অভিযান অব্যাহত রাখা হয়েছে। আর যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পেনাল কোড ১৮৬০ এর ৩৮৫/৩৮৬/১১৪/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। রবিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন


Link copied