স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলার ডিমলা উপজেলায় বিনামূল্যে চক্ষু শিবিরে সহস্রাধীক অসহায় রোগী চিকিৎসা পেয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডিমলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট চত্বরে চলে এই চক্ষুশিবির। এটির আয়োজন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বিনামূল্যে চক্ষু শিবিরের শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করে সেবা নিতে আসা রোগীদের সহায়তা করেন।
এর আগে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে এখোনো অনেক মানুষ রয়েছেন, যারা চোখের সমস্যায় ভুগলেও অর্থাভাবে সঠিক চিকিৎসা নিতে পারছেন না। অনেকেই অন্ধত্বের পথে চলে যান শুধুমাত্র চিকিৎসা সুযোগের অভাবে। এই অবস্থার পরিবর্তনে আমাদের এই ছোট উদ্যোগ। যাতে কেউ বিনা চিকিৎসায় অন্ধত্ব বরণ না করেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, নীলফামারী পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা ও শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের কন্যা ডা. আরিফা ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।
এসময় ডিমলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে তুহিনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ডিসট্রেসড এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) সহযোগিতায় সৈয়দপুরের মরিয়ম চক্ষু হাসপাতালের চিকিৎসকেরা বিনামূল্যে সেবা প্রদান করেন।মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির হোসেন জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের আয়োজনে বিনামূল্যে এই চক্ষুশিবির পরিচালনা করা হয়।
মরিয়ম চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন জানান, দিনব্যাপী ক্যাম্পের প্রায় এক হাজার একশত জনকে চিকিৎসা সেবা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ক্যাম্পে ৪২০ জনকে চশমা, ৪৫০ জনকে ঔষধ ও ১৮০জনকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।