মমিনুল ইসলাম রিপন রংপুর।। রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ ‘অজ্ঞানপার্টি’ অটোরিকশা চোরচক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রংপুর জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার আবু সাইম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সুশান্ত চন্দ্র রায় ।
জানা যায়, গত ১৫ অক্টোবর ২০২৫ তারিখে রংপুরের বদরগঞ্জ থানায় একটি অটোরিকশা চুরির মামলা (নম্বর-২০/২৫, ধারা-৩২৮/৩৭৯ পেনাল কোড) রুজু করা হয়। মামলাটির তদন্ত চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) এর নেতৃত্বে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) অমিত পার্থ সরকার ও এসআই (নিরস্ত্র) মো. একরামুল হক সঙ্গীয় ফোর্সসহ তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে প্রথমে রংপুর মহানগরীর সিগারেট কোম্পানি এলাকা থেকে আসামি মো. হামিদুল ইসলাম (পিতা-মৃত নবাব আলী, গ্রাম বাহার কাছনা তেলিপাড়া, হারাগাছ) কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অটোচুরি চক্রের মূল হোতা মো. সুজন মিয়া (পিতা-মৃত মতিউর রহমান, উত্তর হরিণশিংহা, গাইবান্ধা) কে সদ্য চুরি করা একটি অটোরিকশাসহ কাউনিয়া রেলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তাদের স্বীকারোক্তির ভিত্তিতে রংপুর মহানগরের ময়নাকুটি এলাকা থেকে চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত দুইজন সহযোগী মো. নূর ইসলাম (পিতা-আব্দুল আজিজ, গজঘন্টা, গঙ্গাচড়া) ও মো. জহরুল ইসলাম (পিতা-হোসেন আলী, বুড়িরহাট ফার্ম, পরশুরাম) কে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গঙ্গাচড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়। তারা হলেন— মো. আতিয়ার রহমান (২৮), মুন মিয়া (৩২) ও মো. ফারুক হোসেন (৩২)। এ সময় দুটি চোরাই অটোরিকশা ব্যাটারিসহ উদ্ধার করা হয়।
রংপুর জেলা পুলিশ জানায়, এই সংঘবদ্ধ চোরচক্রটি দীর্ঘদিন ধরে রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় প্রতারণার আশ্রয় নিয়ে চেতনানাশক ওষুধ ব্যবহার করে অটোরিকশা চালকদের অজ্ঞান করে রিকশা ছিনতাই ও বিক্রি করত। তাদের বিরুদ্ধে কাউনিয়া ও গঙ্গাচড়া থানায় পৃথক দুটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ রংপুরের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ নিরলসভাবে কাজ করছে এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হচ্ছে।